ডেঙ্গু জ্বর পরীক্ষার উপকরণ আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার
- আপডেট টাইম : ১১:১১:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
- / 125
ডেঙ্গু জ্বর পরীক্ষার উপকরণ আমদানি খরচ কমানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডেঙ্গু পরীক্ষার জন্য বিভিন্ন ওষুধ, টেস্ট কিট, রি এজেন্ট, প্লাটিলেট ও প্লাজমা পরীক্ষার আই টেস্ট কিট আমদানিতে সব ধরণের শুল্ক-কর প্রত্যাহার করা হয়েছে।
সোমবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সুবিধা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এসব ওষুধ আমদানির ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন থাকতে হবে। এসব ওষুধ মানসম্মত কিনা তাও ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখভাল করবে।
বর্তমানে এসব ওষুধের আমদানিতে শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), অগ্রিম কর (এটি) এবং অগ্রিম আয়কর প্রযোজ্য রয়েছে।
উল্লেখ্য, গত মাস থেকে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ অন্যান্য ওষুধের চাহিদা বৃদ্ধি পায়। এ অবস্থায় ডেঙ্গু জ্বরের ওষুধসহ পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণে ঘাটতি দেখা দেয়। এমন পরিস্থিতিতে এসব উপকরণ আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি প্রদান করেছে সরকার।
ইত্তেফাক/জেডএইচ