গাজীপুর গোয়েন্দা শাখার (ডিবি) এক পুলিশ কর্মকর্তাকে আটক
- আপডেট টাইম : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / 91
নিউজ লাইট ৭১: রাজধানীর গাবতলী এলাকা থেকে জলিল মাতব্বর নামে গাজীপুর গোয়েন্দা শাখার (ডিবি) এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে দারুস সালাম থানা পুলিশ। বুধবার সন্ধ্যার পর তাকে গাবতলী এলাকা থেকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজ লাইট ৭১ কে বলেন, মাদকদ্রব্যসহ জলিল মাতুব্বর নামে একজন গোয়েন্দা কর্মকর্তাকে আটক করা হয়েছে। বিষয়টি বিচার-বিশ্লেষণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দারুস সালাম থানার একজন উপপরিদর্শক নিউজ লাইট ৭১ কে পমব, এসআই জলিল মাতুব্বরের একটি পার্সেল কুরিয়ারের মাধ্যমে গাজীপুর থেকে গোাপালগঞ্জে যাচ্ছিল। পথে গাবতলী এলাকায় তার পার্সেলটি ফেটে মাদকের গন্ধ বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে কুরিয়ার সার্ভিসের লোকজন থানা পুলিশকে খবর দিলে সেটি উদ্ধার করা হয়। তারপর পার্সেলের মালিক এসআই জলিল মাতব্বরকে থানায় ডেকে আনা হয়। তিনি ওই পার্সেলের মালামাল তার নিজের বলে দাবি করলে তাকে আটক করা হয়। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পার্সেলে মদ, বিয়ার ও ইয়াবা ছিল বলে তিনি জানান।
তবে কী পরিমা মাদকদ্রব্য ছিল সে বিষয়ে জানাতে চাননি।
ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল জানায়, তিনি গাজীপুর গোয়েন্দা শাখায় ছিলেন। সম্প্রতি গোপালগঞ্জে বদলি করা হয়। সেখানে যাওয়ার প্রস্তুতি হিসাবেই তিনি বিভিন্ন মালামালের সঙ্গে ওই মাদকদ্রব্য বহন করছিলেন।