মুন্সিগঞ্জে থেমে থাকা বাসে আগুন

- আপডেট টাইম : ১২:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / 25
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গভীর রাতে বালিগাও বাজার ব্রীজের ওপর থেমে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভানো হলেও দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা যাহাবির মিয়া (১৪) নামে হেলপারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক-ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাসে ঘুমিয়ে থাকা হেলপার দগ্ধ হয়ে মারা যান। নিহত হেলপার শাহাবীর লৌহজং উপজেলার পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বাসের চালক ও হেলপাররা সাধারণত বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়, তবে কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজ লাইট ৭১