ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ কর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 21

সংগৃহীত ছবি

মাদারীপুরের ডাসার উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. আজিজ হাওলাদার (৬২) নামে আওয়ামী লীগের এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। সে আওয়ামী লীগের একজন তৃণমূল কর্মী ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে তাকে নিয়মিত দেখা যেত বলে জানিয়েছে স্থানীয়রা।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজিজ হাওলাদার ডাসার উপজেলা সদরের কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলে পরিচালনা করেন। কিন্তু রাত ১০টার পরে দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা গামছা দিয়ে বাঁধা মরদেহ দেখতে পান। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, ‘আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মমভাবে মারছে, আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই। আমার ভাই আওয়ামী লীগের সমর্থক ছিল। তবে তাকে কী কারণে, কারা খুন করেছে আমরা তা এখনো বুঝতে পারছি না।’

ডাসার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফউজ্জামান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের এমন ত্যাগী কর্মীকে গামছা পেঁচিয়ে নির্মমভাবে হত্যা যারা করেছে তাদেরকে বিচারের দাবি করছি।’

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ১০৭নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মো. আজিজ হাওলাদারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করি। মরদেহের সুরতহাল শেষে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এই বিষয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত থাকায় কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আওয়ামী লীগ কর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

মাদারীপুরের ডাসার উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. আজিজ হাওলাদার (৬২) নামে আওয়ামী লীগের এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। সে আওয়ামী লীগের একজন তৃণমূল কর্মী ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে তাকে নিয়মিত দেখা যেত বলে জানিয়েছে স্থানীয়রা।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজিজ হাওলাদার ডাসার উপজেলা সদরের কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলে পরিচালনা করেন। কিন্তু রাত ১০টার পরে দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা গামছা দিয়ে বাঁধা মরদেহ দেখতে পান। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, ‘আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মমভাবে মারছে, আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই। আমার ভাই আওয়ামী লীগের সমর্থক ছিল। তবে তাকে কী কারণে, কারা খুন করেছে আমরা তা এখনো বুঝতে পারছি না।’

ডাসার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফউজ্জামান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের এমন ত্যাগী কর্মীকে গামছা পেঁচিয়ে নির্মমভাবে হত্যা যারা করেছে তাদেরকে বিচারের দাবি করছি।’

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ১০৭নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মো. আজিজ হাওলাদারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করি। মরদেহের সুরতহাল শেষে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এই বিষয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত থাকায় কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিউজ লাইট ৭১