ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লেবুপানি খেলে মিলবে যে উপকার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 32

ছবি: সংগৃহীত

প্রতিদিন সকালে আপনি নাশতা কী খেয়ে শুরু করছেন তা ঠিক করে দেয় সারাদিন আপনি কতটা এনার্জি পাবেন।

বিশেষজ্ঞরা বলছেন, আপনার ভোর যদি হয় খালি পেটে পানি খেয়ে, তাহলেই তা দুরন্ত শুরু। কিন্তু এর সঙ্গে যদি যোগ করেন কুসুম গরম লেবু–পানি, তবে তা আরও ভালো।

বলা হয়, খালি পেটে গরম পানি হজমশক্তি বাড়ায়, জোগায় তাৎক্ষণিক শক্তি। সঙ্গে নানা স্বাস্থ্যসুবিধা তো আছেই। এর সঙ্গে মাত্র এক চা–চামচ লেবুর রস যোগ করলে এই পানীয় অঙ্ক গুণাবলীতে ভরপুর হয়ে ওঠে।

কুসুম গরম লেবু–পানি স্বাস্থ্যের কী কী উপকার করে, চলুন জেনে নেওয়া যাক-

হজম স্বাস্থ্যের উন্নতি

ডিটক্সিফিকেশনে সাহায্য

শরীরে জলযোগ করে

ওজন কমাতে সাহায্য করে

ত্বককে করে উজ্জ্বল দীপ্তিময়

রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়

দেহকে ক্ষারীয় করে

বাসায় যেভাবে কুসুম গরম লেবু–পানি বানাবেন

প্রথমে একটি পাত্রে কিছু পানি কুসুম গরম করুন। তা গ্লাসে ঢেলে এর মধ্যে ১ টেবিল চামচ লেবুর রস যোগ করুন। ভালোভাবে নাড়ুন। ব্যস, এবার খেয়ে ফেলুন!

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

লেবুপানি খেলে মিলবে যে উপকার

আপডেট টাইম : ১২:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

প্রতিদিন সকালে আপনি নাশতা কী খেয়ে শুরু করছেন তা ঠিক করে দেয় সারাদিন আপনি কতটা এনার্জি পাবেন।

বিশেষজ্ঞরা বলছেন, আপনার ভোর যদি হয় খালি পেটে পানি খেয়ে, তাহলেই তা দুরন্ত শুরু। কিন্তু এর সঙ্গে যদি যোগ করেন কুসুম গরম লেবু–পানি, তবে তা আরও ভালো।

বলা হয়, খালি পেটে গরম পানি হজমশক্তি বাড়ায়, জোগায় তাৎক্ষণিক শক্তি। সঙ্গে নানা স্বাস্থ্যসুবিধা তো আছেই। এর সঙ্গে মাত্র এক চা–চামচ লেবুর রস যোগ করলে এই পানীয় অঙ্ক গুণাবলীতে ভরপুর হয়ে ওঠে।

কুসুম গরম লেবু–পানি স্বাস্থ্যের কী কী উপকার করে, চলুন জেনে নেওয়া যাক-

হজম স্বাস্থ্যের উন্নতি

ডিটক্সিফিকেশনে সাহায্য

শরীরে জলযোগ করে

ওজন কমাতে সাহায্য করে

ত্বককে করে উজ্জ্বল দীপ্তিময়

রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়

দেহকে ক্ষারীয় করে

বাসায় যেভাবে কুসুম গরম লেবু–পানি বানাবেন

প্রথমে একটি পাত্রে কিছু পানি কুসুম গরম করুন। তা গ্লাসে ঢেলে এর মধ্যে ১ টেবিল চামচ লেবুর রস যোগ করুন। ভালোভাবে নাড়ুন। ব্যস, এবার খেয়ে ফেলুন!

নিউজ লাইট ৭১