ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তি পেল শাকিব খানের ‘বীর’ সিনেমা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • / 944

নিউজ লাইট ৭১: ঢালিউড সুপারস্টার শাকিব খানের  সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। শুক্রবার দেশের ৮০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল শাকিব খানের ‘বীর’ সিনেমা। মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহগুলোতে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। সাধারণত ঈদে সিনেমাহল হাউজফুল থাকে। কিন্তু ‘বীর’ ছবির এমন দাপট বেশিরভাগ হলই হাউজফুল। সিনেমার এ মন্দা সময়ে আশার আলো জাগিয়েছে ‘বীর’।
স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সিনেপ্লেক্সে প্রথমদিনে ‘বীর’ রেজাল্ট খুবই ভালো। চারটি করে শো চলছে এবং সীমান্ত সম্ভারে চলছে দুটি শো। বিকেলের শো হাউজফুল গেছে। অগ্রীম টিকেট নিচ্ছে দর্শক, সন্ধ্যাতেও হাউজফুলো যাবে। আশা করছি রাতের শোও ভালো যাবে।
মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, ঈদ ছাড়া শাকিবের ‘বীর’ দিয়ে প্রথম দিনই শো হাউজফুল যাচ্ছে। বিকেলের শো বেশ ভালো দর্শক হয়েছে।

ঢাকা ও ঢাকার বাইরে প্রেক্ষাগৃহগুলোতে ‘বীর’ দাপটের সঙ্গে চলছে উল্লেখ করে এই প্রতিবেদককে শাকিব খান বলেন,‘ ঢাকার ছোট বড়  সব হলেই ‘বীর’চলছে।  সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সেও হাউজফুল যাচ্ছে। এটা সিনেমার জন্য সুসংবাদ। সিনেমাহলে ছবি নেই। ভালো ছবি দেখতে দর্শক আসবেই। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা।’

এদিকে টঙ্গীর চম্পাকলি, সাভারের সেনা অডিটরিয়াম, গাজীপুরের বর্ষা, রংপুরের শাপলা, যশোরের মনিহার সিনেমাহলগুলোতে সিনেমাটি দর্শকরা আগ্রহ নিয়ে উপভোগ করছে।
এটি কিংবদন্তি নির্মাতা কাজী হায়াতের ৫০তম ছবি। ছবিতে শাকিব খান, বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।

Tag :

শেয়ার করুন

মুক্তি পেল শাকিব খানের ‘বীর’ সিনেমা

আপডেট টাইম : ০৮:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: ঢালিউড সুপারস্টার শাকিব খানের  সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। শুক্রবার দেশের ৮০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল শাকিব খানের ‘বীর’ সিনেমা। মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহগুলোতে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। সাধারণত ঈদে সিনেমাহল হাউজফুল থাকে। কিন্তু ‘বীর’ ছবির এমন দাপট বেশিরভাগ হলই হাউজফুল। সিনেমার এ মন্দা সময়ে আশার আলো জাগিয়েছে ‘বীর’।
স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সিনেপ্লেক্সে প্রথমদিনে ‘বীর’ রেজাল্ট খুবই ভালো। চারটি করে শো চলছে এবং সীমান্ত সম্ভারে চলছে দুটি শো। বিকেলের শো হাউজফুল গেছে। অগ্রীম টিকেট নিচ্ছে দর্শক, সন্ধ্যাতেও হাউজফুলো যাবে। আশা করছি রাতের শোও ভালো যাবে।
মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, ঈদ ছাড়া শাকিবের ‘বীর’ দিয়ে প্রথম দিনই শো হাউজফুল যাচ্ছে। বিকেলের শো বেশ ভালো দর্শক হয়েছে।

ঢাকা ও ঢাকার বাইরে প্রেক্ষাগৃহগুলোতে ‘বীর’ দাপটের সঙ্গে চলছে উল্লেখ করে এই প্রতিবেদককে শাকিব খান বলেন,‘ ঢাকার ছোট বড়  সব হলেই ‘বীর’চলছে।  সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সেও হাউজফুল যাচ্ছে। এটা সিনেমার জন্য সুসংবাদ। সিনেমাহলে ছবি নেই। ভালো ছবি দেখতে দর্শক আসবেই। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা।’

এদিকে টঙ্গীর চম্পাকলি, সাভারের সেনা অডিটরিয়াম, গাজীপুরের বর্ষা, রংপুরের শাপলা, যশোরের মনিহার সিনেমাহলগুলোতে সিনেমাটি দর্শকরা আগ্রহ নিয়ে উপভোগ করছে।
এটি কিংবদন্তি নির্মাতা কাজী হায়াতের ৫০তম ছবি। ছবিতে শাকিব খান, বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।