ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রো স্টেশনের নিচে ১২ বছরের শিশু ধর্ষণের শিকার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 21

প্রতীকী ছবি

রাজধানীর রমনা থানার বারডেম হাসপাতালের সামনের মেট্রো স্টেশনের নিচে (১২) বছরের এক পথ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রায়হান (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে উৎসুক জনতা।

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথ শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে অভিযুক্ত রায়হান নামের এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতে রায়হান নামে ওই যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে। সে শাহবাগ এলাকায় ফুল বিক্রি করত। আমরা এখন পর্যন্ত ওই শিশুটির পরিবারকে খুঁজে পাইনি। তবে তার সঙ্গে থাকা অন্য শিশুরা বলেছে, পলাশীর এলাকায় তার নানা-নানি থাকে সেখানে আমরা পুলিশ পাঠিয়েছি। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মেট্রো স্টেশনের নিচে ১২ বছরের শিশু ধর্ষণের শিকার

আপডেট টাইম : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

রাজধানীর রমনা থানার বারডেম হাসপাতালের সামনের মেট্রো স্টেশনের নিচে (১২) বছরের এক পথ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রায়হান (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে উৎসুক জনতা।

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথ শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে অভিযুক্ত রায়হান নামের এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতে রায়হান নামে ওই যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে। সে শাহবাগ এলাকায় ফুল বিক্রি করত। আমরা এখন পর্যন্ত ওই শিশুটির পরিবারকে খুঁজে পাইনি। তবে তার সঙ্গে থাকা অন্য শিশুরা বলেছে, পলাশীর এলাকায় তার নানা-নানি থাকে সেখানে আমরা পুলিশ পাঠিয়েছি। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

নিউজ লাইট ৭১