ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দুদক থেকে বলছি…’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • / 110

নিউজ লাইট ৭১: ‘হ্যালো আপনি কি…কর্মকর্তা বলছেন? আপনি কোথায় আছেন? অফিসে থাকেন, কোথাও যাবেন না। আমি আসছি। আপনি কতদিন এই কর্মস্থলে আছেন? আপনার নামে দুদকে মামলা হয়েছে। আমি দুদকের সহকারী উপ-পরিচালক ফয়সাল আহম্মেদ বলছি।’

কিছুক্ষণ পর আবারও ‘হ্যালো (অন্যজন)…আপনাকে কি স্যার ফোন দিয়েছিলো। আপনি কি বলেছেন? জানেন না স্যারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। বলবেন আপনি অফিসের বাইরে আছেন, কাল আসেন। দুদকের অভিযান চলছে। আপনি সরে থাকেন, না হলে গ্রেপ্তার হবেন। আমি পুলিশ সার্কেল বলছি।’

এভাবেই গত তিনদিন ধরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী উপ-পরিচালক পরিচয়ে দুটি নম্বর থেকে দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফয়সাল আহম্মেদের নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্য ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি সরকারি দপ্তরের কর্মকর্তাদের হুমকি দিচ্ছে।

জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খাঁন ও সাব-রেজিষ্ট্রার হাবিবুর রহমানের মোবাইলে ফোন করে হুমকি দেওয়া হয়েছে।

এদিকে কথিত ওই দুদক কর্মকর্তার নম্বরে ‘আপনি দুদক কর্মকর্তা কিনা, আপনার দপ্তর কোথায়’ জানতে চাইলে নিজেকে আবারও একই পরিচয় দিয়ে ‘আপনার সঙ্গে আগামী দিন কথা হবে’ বলে ফোন কেটে দেওয়া হয়। এ ছাড়াও প্রতারক চক্রের অন্য সদস্য কথিত পুলিশ কর্মকর্তার ওই মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

এ বিষয়ে ওই সব দাপ্তরিক কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি ইউএনও এবং ওসিকে জানিয়েছি। 

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনাটি ইউএনও আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। আমরা খোঁজখবর নিচ্ছি। 

ইউএনও সৈয়দা নাফিস সুলতানা বলেন, এটি প্রতারক চক্রের কাজ। এ বিষয় আমরা খতিয়ে দেখছি। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত খুলনা অঞ্চলের খুলনা জেলার উপ-সহকারী পরিচালক ফয়সাল আহম্মেদ নিউজ লাইট ৭১ কে বলেন, বিষয়টি আমিও শুনেছি। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি।

Tag :

শেয়ার করুন

দুদক থেকে বলছি…’

আপডেট টাইম : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: ‘হ্যালো আপনি কি…কর্মকর্তা বলছেন? আপনি কোথায় আছেন? অফিসে থাকেন, কোথাও যাবেন না। আমি আসছি। আপনি কতদিন এই কর্মস্থলে আছেন? আপনার নামে দুদকে মামলা হয়েছে। আমি দুদকের সহকারী উপ-পরিচালক ফয়সাল আহম্মেদ বলছি।’

কিছুক্ষণ পর আবারও ‘হ্যালো (অন্যজন)…আপনাকে কি স্যার ফোন দিয়েছিলো। আপনি কি বলেছেন? জানেন না স্যারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। বলবেন আপনি অফিসের বাইরে আছেন, কাল আসেন। দুদকের অভিযান চলছে। আপনি সরে থাকেন, না হলে গ্রেপ্তার হবেন। আমি পুলিশ সার্কেল বলছি।’

এভাবেই গত তিনদিন ধরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী উপ-পরিচালক পরিচয়ে দুটি নম্বর থেকে দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফয়সাল আহম্মেদের নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্য ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি সরকারি দপ্তরের কর্মকর্তাদের হুমকি দিচ্ছে।

জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খাঁন ও সাব-রেজিষ্ট্রার হাবিবুর রহমানের মোবাইলে ফোন করে হুমকি দেওয়া হয়েছে।

এদিকে কথিত ওই দুদক কর্মকর্তার নম্বরে ‘আপনি দুদক কর্মকর্তা কিনা, আপনার দপ্তর কোথায়’ জানতে চাইলে নিজেকে আবারও একই পরিচয় দিয়ে ‘আপনার সঙ্গে আগামী দিন কথা হবে’ বলে ফোন কেটে দেওয়া হয়। এ ছাড়াও প্রতারক চক্রের অন্য সদস্য কথিত পুলিশ কর্মকর্তার ওই মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

এ বিষয়ে ওই সব দাপ্তরিক কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি ইউএনও এবং ওসিকে জানিয়েছি। 

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনাটি ইউএনও আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। আমরা খোঁজখবর নিচ্ছি। 

ইউএনও সৈয়দা নাফিস সুলতানা বলেন, এটি প্রতারক চক্রের কাজ। এ বিষয় আমরা খতিয়ে দেখছি। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত খুলনা অঞ্চলের খুলনা জেলার উপ-সহকারী পরিচালক ফয়সাল আহম্মেদ নিউজ লাইট ৭১ কে বলেন, বিষয়টি আমিও শুনেছি। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি।