শিরোনাম :
লাভ স্টোরি ৩৬০
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / 733
নিউজ লাইট ৭১: এবার ভালবাসা দিবসে রোমান্টিক নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তৌসিফ মাহবুব। ফাহরিয়ান চৌধুরী তন্ময়ের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘লাভ স্টোরি ৩৬০’। পরিচালক জানান, ‘নাটকটি রোমান্টিক ঘরানার। তবে নাটকটি যেভাবে শেষ হবে বলে মনে হবে সেভাবে শেষ হবে না। শেষ পর্যন্ত না দেখলে নাটকটির গল্প বোঝা যাবে না। নাটকে তৌসিফ-তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন পিরজাদা হারুন, মামুন, নাদিয়া, রানা প্রমুখ। নাটকটির প্রযোজক এবং ভিজ্যুয়ালসিন এন্টারটেইনমেন্টের কর্ণধার মো. হাবিবুর রাহমান খান জানান আজ রাত ১০টায় একুশে টিভিতে প্রচার হবে। এর পরপরই রাত ১১ টায় নাটকটি ভিজ্যুয়ালসিনের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।
Tag :