ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধেয়ে আসছে ১২ শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / 17

ছবি: সংগৃহীত

চলতি ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ১২টি শৈত্যপ্রবাহ ধেয়ে আসতে পারে। সেই সঙ্গে এই সময়ে এক থেকে দুইটি শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিন মাস মেয়াদী (ডিসেম্বর ২০২৪-ফেব্রুয়ারি, ২০২৫) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৩ থেকে ৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এরমধ্যে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ৩ থেকে ৪টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ডিগ্রি সে.) রূপ নিতে পারে।

অন্যদিকে নতুন বছরের ফেব্রুয়ারির শেষদিকে দেশের কোথাও কোথাও এক থেকে দুইদিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

তবে এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কখনো কখনো উত্তরাঞ্চল, উত্তরপশ্চিমাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের অনুভূতি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ধেয়ে আসছে ১২ শৈত্যপ্রবাহ

আপডেট টাইম : ০৮:৫৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

চলতি ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ১২টি শৈত্যপ্রবাহ ধেয়ে আসতে পারে। সেই সঙ্গে এই সময়ে এক থেকে দুইটি শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিন মাস মেয়াদী (ডিসেম্বর ২০২৪-ফেব্রুয়ারি, ২০২৫) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৩ থেকে ৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এরমধ্যে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ৩ থেকে ৪টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ডিগ্রি সে.) রূপ নিতে পারে।

অন্যদিকে নতুন বছরের ফেব্রুয়ারির শেষদিকে দেশের কোথাও কোথাও এক থেকে দুইদিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

তবে এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কখনো কখনো উত্তরাঞ্চল, উত্তরপশ্চিমাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের অনুভূতি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

নিউজ লাইট ৭১