শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
- আপডেট টাইম : ০৫:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / 15
বগুড়ায় নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় সদরের নিশিন্দারা ধমকপাড়া গ্রামের তাহমিনা নামে এক নারীর বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীকে আটক করেছে পুলিশ। নিহত শিশুটি একই এলাকার শফিকুলের ছেলে মাহাদী হাসান (৫)। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সে।
নিখোঁজের পরপরই তার পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি কর হয়। পরে শুক্রবার সকালে শফিকুলের প্রতিবেশী তাহমিনার বাড়ি থেকে মাহদীর লাশ উদ্ধার করে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে মুক্তিপণ দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়। এতে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড সেটি এখনো উদঘটন করা যায়নি। লাশের পাশে একটি মুক্তিপণ আদায়ের চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণের কথা উল্লেখ ছিল। আটক তহমিনা নামের ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে শিশু হত্যার রহস্য উদঘটন করা সম্ভব হবে।
নিউজ লাইট ৭১