স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতি
- আপডেট টাইম : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / 14
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ব্যবসায়ীর পুত্র ও পুত্রবধূর হাত পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাতে গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদের মারধরে ওই দুজন আহত হয়েছেন। তাঁরা শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঢাকা টেক্সটাইল মিলের মালিক রেজাউল করিমের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। তিনি সাংবাদিকদের বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁর দোতলা বাড়ির বারান্দার জানালার গ্রিল কেটে মুখোশধারী সশস্ত্র একদল ডাকাত ঘরের ভেতরে ঢোকেন। ডাকাতেরা তাঁর ছেলে আলাউদ্দিনের ঘরে প্রবেশ করেন। অস্ত্রের মুখে তাঁকে ও তাঁর স্ত্রী নাসরিন আক্তারকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলেন। ডাকাতেরা নাসরিনের গলা ও হাতের আঙুল থেকে অলংকার ছিনিয়ে নেন। এ ছাড়া আলমারি থেকে ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। চিৎকার করলে ডাকাতেরা আলাউদ্দিন ও তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন। পরে ডাকাতেরা বাড়ির নিচতলায় নেমে ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করেন এবং আলমারি ভেঙে সাত লাখ টাকা নিয়ে পালিয়ে যান।
রেজাউল করিম আরও জানান, ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো অস্ত্র ছিল। ঘরের বাইরে ডাকাত দলের মুখোশধারী সদস্যরা দাঁড়িয়ে ছিলেন। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে ডাকাতির ঘটনা স্পষ্ট দেখা যায়। ডাকাতদের হামলায় তাঁর ছেলে ও ছেলের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম। এ বিষয়ে তিনি জানান, ঘটনাস্থল সিসিটিভি ফুটেজসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নিউজ লাইট ৭১