হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / 32
ঢাকার দোহারে আলোচিত নাজমুল হত্যা মামলার প্রধান আসামি রনিকে সোমবার ফরিদপুর মধুখালি থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তার রনি উপজেলার রাইপাড়া ইউনিয়নের মৃত নুরু কসাইয়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার বাঁশতলা বাজারে একটি চায়ের দোকানে পূর্ব শত্রুতার জেরে নাজমুল নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রনি ডাকাত ওরফে রনি মিয়া।
এ ঘটনায় নিহত নাজমুলের মা নাছিমা বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ নাজমুলের বন্ধু মিলনকে গ্রেপ্তার করলে সে আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
তারই দেয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রনি মিয়া ওরফে রনি ডাকাত ও তার ছেলে মো. নাজমুলকে গ্রেপ্তার করে র্যাব।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রেজাউল করিম বলেন, নাজমুল হত্যার ঘটনায় তার মা নাছিমা বেগম বাদি হয়ে থানায় মামলা করে। আমরা বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করি। রনি ডাকাত ও তার ছেলে হত্যাকাণ্ডে জড়িত নাজমুলকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, রনির বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় ডাকাতি, মাদক ও খুনসহ মোট ১২টি মামলা রয়েছে। তাই তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
নিউজ লাইট ৭১