ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফ সীমান্তে গোলাগুলি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / 30

সংগৃহীত ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সংঘাত। সেই সংঘাতের আতঙ্ক এবার ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। কিছু দিন মর্টারশেল ও বিস্ফোরণের বিকট শব্দ না থাকলেও সোমবার রাত থেকে আজ ভোর পর্যন্ত আবার থেমে থেমে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

সোমবার (১১ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারের লোকজন আতঙ্কে রয়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন।

বিষয়টি নিশ্চিত করে সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, মিয়ানমার থেকে ফের গোলাগুলি-বিস্ফোরণে শব্দ ভেসে আসছে। সেই শব্দে এপারে কয়েকবার কেঁপে উঠেছে। অনেক বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন।

স্থানীয়রা বলছেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারি অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে। এ রকম শব্দ এর আগে শুনেনি। মনে হচ্ছিল গোলাগুলি-বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি ভেঙে পড়বে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

টেকনাফ সীমান্তে গোলাগুলি

আপডেট টাইম : ০৭:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সংঘাত। সেই সংঘাতের আতঙ্ক এবার ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। কিছু দিন মর্টারশেল ও বিস্ফোরণের বিকট শব্দ না থাকলেও সোমবার রাত থেকে আজ ভোর পর্যন্ত আবার থেমে থেমে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

সোমবার (১১ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারের লোকজন আতঙ্কে রয়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন।

বিষয়টি নিশ্চিত করে সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, মিয়ানমার থেকে ফের গোলাগুলি-বিস্ফোরণে শব্দ ভেসে আসছে। সেই শব্দে এপারে কয়েকবার কেঁপে উঠেছে। অনেক বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন।

স্থানীয়রা বলছেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারি অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে। এ রকম শব্দ এর আগে শুনেনি। মনে হচ্ছিল গোলাগুলি-বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি ভেঙে পড়বে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজ লাইট ৭১