ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / 45

ছবি: নিউজ লাইট ৭১

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৭০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইপক্ষের আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (৪ নভেম্বর)রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান মোল্যা উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। যার একটির নেতৃত্বে পুরুলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জামাল মোল্যা ও বাসার। অপর গ্রুপের নেতৃত্বে সাবেক ইউপি সদস্য শরিফুল মোল্যা ও সুইট শেখ।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার পর সাবেক ইউপি সদস্য শরিফুল মোল্যা সমর্থিত সুলতান মোল্যাকে বাড়ি ফেরার পথে একা পেয়ে বর্তমান ইউপি সদস্য জামাল মোল্যা সমর্থিত লোকজন অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে শরিফুল মোল্যা ও সুইট সমর্থিতরা লোকজন জড়ো করে পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুপক্ষের আহত হন অন্তত ৬ জন। পরে গুরুতর আহত সুলতান মোল্যাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ঘটনায় অভিযুক্ত বর্তমান ইউপি সদস্য জামাল মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায় নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। বিরোধের সেই জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। গুরুতর আহত সুলতান মোল্যা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল হাজির হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যা মামলা রজু হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ১২:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৭০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইপক্ষের আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (৪ নভেম্বর)রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান মোল্যা উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। যার একটির নেতৃত্বে পুরুলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জামাল মোল্যা ও বাসার। অপর গ্রুপের নেতৃত্বে সাবেক ইউপি সদস্য শরিফুল মোল্যা ও সুইট শেখ।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার পর সাবেক ইউপি সদস্য শরিফুল মোল্যা সমর্থিত সুলতান মোল্যাকে বাড়ি ফেরার পথে একা পেয়ে বর্তমান ইউপি সদস্য জামাল মোল্যা সমর্থিত লোকজন অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে শরিফুল মোল্যা ও সুইট সমর্থিতরা লোকজন জড়ো করে পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুপক্ষের আহত হন অন্তত ৬ জন। পরে গুরুতর আহত সুলতান মোল্যাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ঘটনায় অভিযুক্ত বর্তমান ইউপি সদস্য জামাল মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায় নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। বিরোধের সেই জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। গুরুতর আহত সুলতান মোল্যা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল হাজির হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যা মামলা রজু হবে।

নিউজ লাইট ৭১