ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাহিন্দ্রা-ট্রলির সংঘর্ষে নিহত ২, আহত ৫

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / 35

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকার মাহিন্দ্রা ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মাহিদ্রা গাড়িতে থাকা ৫ যাত্রী। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার পিংরী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল খালেক বলেন, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইট টানা ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে চলাচল স্বাভাবিক করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাহিন্দ্রা-ট্রলির সংঘর্ষে নিহত ২, আহত ৫

আপডেট টাইম : ০৫:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকার মাহিন্দ্রা ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মাহিদ্রা গাড়িতে থাকা ৫ যাত্রী। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার পিংরী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল খালেক বলেন, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইট টানা ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে চলাচল স্বাভাবিক করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ লাইট ৭১