ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘রুশ-মার্কিন পরমাণু চুক্তির অবসান ভয়াবহ পদক্ষেপ’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • / 105

কোল্ড ওয়ারের সময় রাশিয়ার সঙ্গে সাক্ষরিত মাঝারি-পাল্লার পরমাণু শক্তি (আইএনএফ) চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ জুলাই) এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের দিক থেকে।

 ১৯৮৭ সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভের মধ্যে চুক্তিটি সই হয়েছিল। এতে ৫০০ এবং ৫৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা হয়।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, তাদের কাছে প্রমাণ রয়েছে যে রাশিয়া ৯এম৭২৯ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। যার ফলে তারা আইএনএফ চুক্তি লঙ্ঘন করেছে। পরে ন্যাটোও তাদের এই অভিযোগে সায় দেয়।

গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, রাশিয়া যদি ওই চুক্তি বাস্তবায়ন না করে তবে যুক্তরাষ্ট্রও নিজেকে প্রত্যাহার করে নেবে এবং মস্কোকে ২ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় তারা।

এরপরেই নিজ দেশের চুক্তির বাধ্যবাধকতা স্থগিত করে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস চুক্তির অবসানকে ভয়ঙ্কর পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

সূত্র: এএফপি এবং বিবিসি

Tag :

শেয়ার করুন

‘রুশ-মার্কিন পরমাণু চুক্তির অবসান ভয়াবহ পদক্ষেপ’

আপডেট টাইম : ০৯:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯

কোল্ড ওয়ারের সময় রাশিয়ার সঙ্গে সাক্ষরিত মাঝারি-পাল্লার পরমাণু শক্তি (আইএনএফ) চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ জুলাই) এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের দিক থেকে।

 ১৯৮৭ সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভের মধ্যে চুক্তিটি সই হয়েছিল। এতে ৫০০ এবং ৫৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা হয়।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, তাদের কাছে প্রমাণ রয়েছে যে রাশিয়া ৯এম৭২৯ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। যার ফলে তারা আইএনএফ চুক্তি লঙ্ঘন করেছে। পরে ন্যাটোও তাদের এই অভিযোগে সায় দেয়।

গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, রাশিয়া যদি ওই চুক্তি বাস্তবায়ন না করে তবে যুক্তরাষ্ট্রও নিজেকে প্রত্যাহার করে নেবে এবং মস্কোকে ২ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় তারা।

এরপরেই নিজ দেশের চুক্তির বাধ্যবাধকতা স্থগিত করে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস চুক্তির অবসানকে ভয়ঙ্কর পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

সূত্র: এএফপি এবং বিবিসি