ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পতাকা উত্তোলন ছাড়াই চলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / 19

ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদের অফিসিয়াল কার্যক্রম চললেও চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের পরিষদের কার্যক্রম চলাকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

বৃহস্পতিবার কার্যদিবসে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই চলছিল দাপ্তরিক কার্যক্রম। এদিন একাধিকবার পরিষদ চত্বরে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

বিধি মোতাবেক ছুটির দিন ব্যতীত সব কার্যদিবসে সব সরকারি ভবন, কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা থাকলেও সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে প্রায়ই এর ব্যত্যয় ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।

ওই ইউনিয়নের বাসিন্দা শাহজাহান মিয়া বলেন, আমি নাগরিকত্ব সনদ নিতে এসেছি। এসে দেখি পরিষদের পতাকার খুঁটিতে পতাকা নেই। এটা দেখে কিছুটা থমকে গিয়েছিলাম। পরিষদের সচিবসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত থাকলেও কেউই জাতীয় পতাকা উত্তোলন করেননি।

ক্ষোভ প্রকাশ করে মিলন মিয়া নামের এক স্কুলশিক্ষক বলেন, আমি পরিষদের সামনে দিয়ে নিয়মিত যাতায়াত করে থাকি। পরিষদে সেবার জন্য অনেক প্রবেশ করেছি, এখানকার কর্মকর্তা-কর্মচারীরা সেবাগ্রহীতার কাছ থেকে উৎকোচ নিতে ভুল করেন না। কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করতে ভুলে যান। এটা অত্যন্ত দুঃখজনক।

স্থানীয় বাসিন্দা ইব্রাহীম মিয়া, ইকবাল হোসেন, গোলাম কিবরিয়াসহ আরো অনেকেই বলেন, আমরা প্রায় সময় পরিষদে যাওয়া আশা করি। চেয়ারম্যান সাহেব জনপ্রতিনিধি, তিনি বাহিরে থাকতে পারেন। কিন্তু সচিবকে ঠিকমতো পরিষদে পাওয়া যায় না। অনেকদিন লক্ষ্য করেছি, পরিষদে ঠিকমতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। দেখে খুবই অস্বস্তি লাগছে। জাতীয় পতাকার বিষয়ে সবার গুরুত্ব দেওয়া উচিত।

শোল্লা বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল সবুজ বলেন, এই পরিষদে শুধু জাতীয় পতাকার প্রতি অসম্মান নয়, সচিব ও উদ্যোক্তাদের সমন্বয়ে আরও অনেক অনিয়ম চলছে। যা সচেতন নাগরিক হিসেবে মেনে নেওয়া লজ্জাজনক।

সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।

এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার দুপুরে ওই পরিষদের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ভবনের ছাদে জাতীয় পতাকা লাগানোর খুঁটি থাকলেও তাতে পতাকা নেই।

ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন নিজের পরিচিতজনের সাথে গোশগল্পে মেতে আছেন।

পরিষদে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গ্রাম পুলিশরা কার্যালয়ে নেই, তাই পতাকা উত্তোলন করা হয়নি। তবে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে তাকে কোন প্রকারের বিচলিত হতে দেখা যায়নি।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হোসেনকে কার্যালয়ে পাওয়া যায়নি।

এব্যাপারে শনিবার দুপুরে তার মুঠোফোনে কল করলে নারী কণ্ঠের একজন কল রিসিভ করে জানান, চেয়ারম্যান সাহেব অসুস্থ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। ওই পরিষদে খোঁজখবর নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পতাকা উত্তোলন ছাড়াই চলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

আপডেট টাইম : ০৫:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ইউনিয়ন পরিষদের অফিসিয়াল কার্যক্রম চললেও চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের পরিষদের কার্যক্রম চলাকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

বৃহস্পতিবার কার্যদিবসে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই চলছিল দাপ্তরিক কার্যক্রম। এদিন একাধিকবার পরিষদ চত্বরে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

বিধি মোতাবেক ছুটির দিন ব্যতীত সব কার্যদিবসে সব সরকারি ভবন, কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা থাকলেও সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে প্রায়ই এর ব্যত্যয় ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।

ওই ইউনিয়নের বাসিন্দা শাহজাহান মিয়া বলেন, আমি নাগরিকত্ব সনদ নিতে এসেছি। এসে দেখি পরিষদের পতাকার খুঁটিতে পতাকা নেই। এটা দেখে কিছুটা থমকে গিয়েছিলাম। পরিষদের সচিবসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত থাকলেও কেউই জাতীয় পতাকা উত্তোলন করেননি।

ক্ষোভ প্রকাশ করে মিলন মিয়া নামের এক স্কুলশিক্ষক বলেন, আমি পরিষদের সামনে দিয়ে নিয়মিত যাতায়াত করে থাকি। পরিষদে সেবার জন্য অনেক প্রবেশ করেছি, এখানকার কর্মকর্তা-কর্মচারীরা সেবাগ্রহীতার কাছ থেকে উৎকোচ নিতে ভুল করেন না। কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করতে ভুলে যান। এটা অত্যন্ত দুঃখজনক।

স্থানীয় বাসিন্দা ইব্রাহীম মিয়া, ইকবাল হোসেন, গোলাম কিবরিয়াসহ আরো অনেকেই বলেন, আমরা প্রায় সময় পরিষদে যাওয়া আশা করি। চেয়ারম্যান সাহেব জনপ্রতিনিধি, তিনি বাহিরে থাকতে পারেন। কিন্তু সচিবকে ঠিকমতো পরিষদে পাওয়া যায় না। অনেকদিন লক্ষ্য করেছি, পরিষদে ঠিকমতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। দেখে খুবই অস্বস্তি লাগছে। জাতীয় পতাকার বিষয়ে সবার গুরুত্ব দেওয়া উচিত।

শোল্লা বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল সবুজ বলেন, এই পরিষদে শুধু জাতীয় পতাকার প্রতি অসম্মান নয়, সচিব ও উদ্যোক্তাদের সমন্বয়ে আরও অনেক অনিয়ম চলছে। যা সচেতন নাগরিক হিসেবে মেনে নেওয়া লজ্জাজনক।

সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।

এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার দুপুরে ওই পরিষদের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ভবনের ছাদে জাতীয় পতাকা লাগানোর খুঁটি থাকলেও তাতে পতাকা নেই।

ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন নিজের পরিচিতজনের সাথে গোশগল্পে মেতে আছেন।

পরিষদে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গ্রাম পুলিশরা কার্যালয়ে নেই, তাই পতাকা উত্তোলন করা হয়নি। তবে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে তাকে কোন প্রকারের বিচলিত হতে দেখা যায়নি।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হোসেনকে কার্যালয়ে পাওয়া যায়নি।

এব্যাপারে শনিবার দুপুরে তার মুঠোফোনে কল করলে নারী কণ্ঠের একজন কল রিসিভ করে জানান, চেয়ারম্যান সাহেব অসুস্থ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। ওই পরিষদে খোঁজখবর নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজ লাইট ৭১