এনা পরিবহনে লাখ টাকার মাদক চালান
- আপডেট টাইম : ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / 14
এনা পরিবহনের বাসে করে মাদক চালানের সময় গাজীপুর মহানগরের পূবাইল থেকে ৫ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। থানার এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুবাইল ৪১নং ওয়ার্ডের কাজিপাড়া এলাকার টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের দুটি বাসে দুই যাত্রীর দেহতল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ ওই দু’জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোহাম্মদ জাকির হোসেন (২৮), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মধ্য ডুলনা গ্রামের সাহাজউদ্দিনের ছেলে অপরজন একই এলাকার অনু মিয়ার ছেলে মারুফ মিয়া(১৮)।
এ বিষয়ে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত ৫ কেজি গাঁজার বাজার মূল্য ১লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, গাঁজা জব্দ করে দু’জনকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ লাইট ৭১