শিরোনাম :
ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৯:৫৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / 16
বগুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জোড়া কৃষি কলেজ এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের মানিকের ছেলে পলাশ (৩৩) ও একই এলাকার আপেল (৩০)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, দুই যুবক মোটরসাইকেলে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন আরোহী মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। নিহতদের মরদেহ ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান ওসি আব্দুল ওয়াদুদ।
নিউজ লাইট ৭১
Tag :