হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
- আপডেট টাইম : ০৩:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / 19
টানা ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। পাশাপাশি স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষ্যে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বন্ধ ছিল এই বন্দরে আমদানি-রপ্তানি। আজ দুপুর সাড়ে ১২টা থেকে ভারত থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রমও। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী পারাপার স্বাভাবিক ছিল, আজও আছে।
নিউজ লাইট ৭১