নজর কাড়লেন রানী-কাজল
- আপডেট টাইম : ০৮:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / 11
দুর্গাপূজার আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বলিউড তারকারা এ আনন্দে নিজেদের ভাসিয়ে দিয়েছেন। বরাবরের মতো এবারো উত্তর মুম্বাইয়ে পূজার আয়োজন করেছে মুখার্জি পরিবার। তাতে যোগ দিয়েছেন কাজল, রানী মুখার্জিসহ অনেকে। শনিবার (১২ অক্টোবর) সিঁদুর খেলায় মেতে উঠেন তারা।
সিঁদুর খেলায় উল্লাসে ফেটে পড়া তারকাদের বেশ কিছু ভিডিও এবং ছবি প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা যায়, সোনালি পোলকা ডট তসর শাড়িতে রানীকে একদম রাজরানির মতো দেখাচ্ছে। আটপৌরে শাড়ির আঁচলে বাঁধা চাবির গোছা, ঠিক যেন জমিদার বাড়ির গিন্নি রানী।
এদিন, কাজল পরেছিলেন লাল পাড় সাদা গরদের শাড়ি। তবে রানীর মতো আটপৌরে নয়, প্লিট করে শাড়ি পরেছিলেন অজয় ঘরণী। সঙ্গে ছিল ম্যাচিং লাল ব্লাউজ। নিজের লুককে আলাদা মাত্রা দিতে কাজল একজোড়া স্টেটমেন্ট কানের দুল ও গলায় পরেছিলেন গহনা। খোলা চুল, কপালে ছোট্ট লাল টিপে নজর কাড়েন কাজল।
মা দুর্গাকে বরণ শেষে প্রিয়জনদের সঙ্গে সিঁদুর খেলায় মাতেন কাজল-রানী। কোলাকুলির পর্বও সারেন তারা। মুখার্জিদের সিঁদুর খেলায় যোগ দেন অভিনেত্রী শার্লিন চোপড়াও। তা ছাড়াও ছিলেন রূপালি গাঙ্গুলি, ঈশিতা দত্ত, বৎসল শেঠ প্রমুখ।
নিউজ লাইট ৭১