ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসব শুরু আজ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / 16

শারদীয় দুর্গোৎসব শুরু। ছবি: সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বুধবার (অক্টোবর) দুর্গাপূজার মহাষষ্ঠী। এর মধ্য দিয়ে শুরু হলো পাঁচ দিনের উৎসব। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে থাকছে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা। সন্ধ্যায় হবে আমন্ত্রণ ও অধিবাস।

লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, আজ ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।

শাস্ত্রমতে, এবার দেবীর আগমন ঘটছে দোলায়। এর অর্থ পৃথিবীতে রোগ, প্রাকৃতিক দুর্যোগ বা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দেবী গমন করবেন ঘোড়ায়। এর ফলে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিরতা দেখা দিতে পারে।

সারা দেশে এ বছর ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। ঢাকা মহানগরে এ বছর ২৫২টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজধানীসহ সারা দেশে উৎসবের আমেজ শুরু হয়েছে। সরকারের নির্বাহী আদেশে একদিনসহ টানা চার দিনের সরকারি ছুটি উৎসবের আমেজ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। দায়িত্বপালন করবেন সেনাবাহিনীর সদস্যরাও।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শারদীয় দুর্গোৎসব শুরু আজ

আপডেট টাইম : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বুধবার (অক্টোবর) দুর্গাপূজার মহাষষ্ঠী। এর মধ্য দিয়ে শুরু হলো পাঁচ দিনের উৎসব। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে থাকছে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা। সন্ধ্যায় হবে আমন্ত্রণ ও অধিবাস।

লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, আজ ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।

শাস্ত্রমতে, এবার দেবীর আগমন ঘটছে দোলায়। এর অর্থ পৃথিবীতে রোগ, প্রাকৃতিক দুর্যোগ বা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দেবী গমন করবেন ঘোড়ায়। এর ফলে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিরতা দেখা দিতে পারে।

সারা দেশে এ বছর ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। ঢাকা মহানগরে এ বছর ২৫২টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজধানীসহ সারা দেশে উৎসবের আমেজ শুরু হয়েছে। সরকারের নির্বাহী আদেশে একদিনসহ টানা চার দিনের সরকারি ছুটি উৎসবের আমেজ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। দায়িত্বপালন করবেন সেনাবাহিনীর সদস্যরাও।

নিউজ লাইট ৭১