বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
- আপডেট টাইম : ০৬:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / 16
বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৫ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল হতে ভারতীয় কাতান শাড়ী-১৯০ পিস, মহিষ ৫টি, হেয়ার ওয়েল ৪০৫ পিস, শুকনো সুপারি ১৫০০ কেজি, চিনি ৯০০ কেজি, ফেনসিডিল ৪৭ বোতল, বাংলাদেশি রসুন ১৩৩০ কেজি, শিং মাছ ১৮০ কেজি এবং মোটরসাইকেল ১টিসহ অন্যান্য মালামাল জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৫৮ লক্ষ ৮ শত ৫০ টাকা।
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।
তিনি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়েছে। আটক করা চোরাচালানের পণ্যসমূহ স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে।
নিউজ লাইট ৭১