শিরোনাম :
ভাঙচুর-লুটপাটকারীদের গ্রেপ্তারের আহ্বান
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৪:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / 32
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে সবার আগে ভাঙচুর ও লুটপাটকারীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ দাবি জানানো হয়।
পোস্টটিতে লেখা হয়েছে, আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তারের আগে বিএনপির নামকরা সন্ত্রাসী, যারা থানা লুট করেছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তাদের গ্রেপ্তার করুন।
সেখানে আরও লেখা হয়েছে, মনে রাখবেন, এই লুটেরা জঙ্গি গডফাদাররাই সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে নামবে, যা তারা করছে ঢাকা শহরের আশেপাশে ও পার্বত্য চট্টগ্রামে। আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নিউজ লাইট ৭১
Tag :