কিশোরগ্যাংয়ের হাতে ব্যবসায়ী খুন
- আপডেট টাইম : ০৮:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / 17
শিবপুরে পাওনা টাকার দ্বন্দ্বে গভীর রাতে একটি কিশোর গ্যাং দৌলত খান নামের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিনগত মধ্যরাতে শিবপুর উপজেলার দত্তেরগাঁও গ্রামের দৌলত খানের (৫৩) বাড়িতে চোরের আনাগোনা টের পাওয়া যায়। এতে গৃহকর্তা দৌলত খান বাড়ি থেকে বেরিয়ে কয়েকজন প্রতিবেশীসহ তাদের পিছু নেন। এ সময় দত্তেরগাঁও এতিমখানার মোড়ের কাছে আগে থেকে অপেক্ষায় থাকা একদল সশস্ত্র কিশোর গ্যাং পরিকল্পিতভাবে ব্যবসায়ী দৌলতের ওপর হামলা করে। তাদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে দৌলত খান মাটিতে পড়ে যান। তার ডাক-চিংকারে লোকজন ছুটে এলে এলাকার চিহ্নিত কিশোর গ্যাং পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ব্যবসায়ী দৌলত খানের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এলাকার এক ব্যক্তির কাছে টাকা পাওনা সংক্রান্ত দ্বন্দ্বে তার ছেলের কিশোরগ্যাংয়ের হাতে দৌলত খানের মৃত্যু ঘটে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। আজ রোববার বাদ আসর দত্তেরগাঁও কাচারিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, জানাজার পর ভিকটিমদের পক্ষ থেকে থানায় মামলা হবে।
নিউজ লাইট ৭১