বিশেষ দিবস মানেই বিশেষ নাটক
- আপডেট টাইম : ০৮:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / 111
নিউজ লাইট ৭: বিশেষ দিবস মানেই বিশেষ নাটক। আর ভালোবাসা দিবসের নাটকগুলো হয় একটু অন্য রকম। গল্পে-সংলাপে ছড়ানো থাকে প্রেম, রোমান্স। এইসব নাটকে জুটি হয়ে কাজ করতে দেখা যায় সময়ের ক্রেজদের।
তেমনি আসছে ভালোবাসা দিবসেও দর্শক মাতিয়ে রাখতে হাজির হবে বেশ কিছু জুটি। যারা এই সময়টাকে রঙিন করে রেখেছেন ছোটপর্দায়। তারমধ্যে অভিনেতা আফরান নিশো ভালোবাসা দিবসের ১২ নাটকটি নাটকে অভিনয় করেছেন বলে জানা গেছে।সেইসব নাটকের শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। তার ভেতর ৮টি নাটকে নিশোর বিপরীতে দেখা যাবে লাক্স তারকা মেহজাবিন চৌধুরীকে। যা আসছে ভালোবাসা দিবসে সর্বোচ্চ নাটকের জুটি হতে চলেছে। দর্শকপ্রিয়তার জন্যই পরিচালক ও প্রযোজকেরা এই জুটির উপর ভরসা রেখেছেন।
এছাড়াও নিশোর সঙ্গে ৩টি নাটকে থাকবেন তানজিন তিশা আর একটিতে দেখা মিলবে তাসনোভা তিশার।
ভালোবাসা দিবসে আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী জুটি বেঁধেছেন মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘মেমোরিজ’, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘গজদন্তিনী’ ও ‘প্রতিদিন’, কাজল আরেফিন অমির পরিচালনায় ‘সরি আই ল্যাভ ইউ’, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের পরিচালনায় ‘ঘটনা সত্য’, সঞ্জয় সমদ্দানের পরিচালনায় ‘শিফ্ট’, অ্যাঙ্গোর জেবের পরিচালনায় ‘সিগনেচার’ ও মহিদুল মহিমের পরিচালনায় ‘ফ্রেম’ নাটকে।
এদিন আফরান নিশো ও তানজিন তিশা জুটিকে দেখা যাবে ৩টি নাটকে। নাটকগুলো হলো মহিদুল মহিমের পরিচালনায় ‘এপিলেপসি’, মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সেই তো এলে তুমি’ ও কাজল আরেফিন অমির পরিচালনায় ‘মি অ্যান্ড ইউ (লাস্ট চ্যাপ্টার)’।