যেসব কারনে নষ্ট হতে পারে পছন্দের স্মার্টফোন
- আপডেট টাইম : ০৬:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / 35
বর্তমান আধুনিক যুগে মোবাইল ছাড়া জীবনকে চিন্তা করাটাই কঠিন। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে স্মার্ট ফোন আমাদের নিত্যসঙ্গী। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নানা সুযোগ সুবিধাসহ ফোন আনতে রীতিমতো প্রতিযোগিতা করছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তবে যত দামি ফোনই হোক না কেন একটি স্মার্টফোন কেনার পর আপনি ফোনটিকে কীভাবে ব্যবহার করছেন, কীভাবে যত্ন নিচ্ছেন তার ওপর হ্যান্ডসেটের আয়ু নির্ভর করে।
ঠিকমতো যত্ন না নিলে স্মার্টফোন নষ্ট হয়ে যেতে পারে – একথা আমরা সকলেই জানি। কিন্তু সেই ভুলগুলো কী কী?
আসুন জেনে নেই , যেগুলো না করলে ফোন টিকবে অনেকদিন-
১. সারাদিন ফোন ব্যবহার করার পর, যখন দিন শেষ হয়, ফোনের ব্যাটারিতে চার্জ কম থাকে। ফোনে ব্যাটারিতে চার্জ কম থাকার কারণে অনেকেই ঘুমানোর আগে ফোন চার্জে রেখে ঘুমাতে যান, সকালে ঘুম থেকে উঠলেই ফোন চার্জ হয়ে যাবে বলে। কিন্তু আপনার এই ছোট্ট অসাবধানতা ধীরে ধীরে আপনার ফোনের ক্ষমতা এবং ব্যাটারি লাইফ উভয়কেই ধীরে ধীরে নষ্ট করে দিতে থাকে। তাই এই কাজ থেকে বিরত থাকুন।
২. অনেকেই সকালে ফোন চার্জ করে মনে করেন চার্জার আর ক্যাবলের কি দরকার? কিন্তু ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে যখন ব্যাটারি কমতে শুরু করে, তখন অফিসে বা যেখানেই থাকুন না কেন, আপনি আপনার পরিচিতদের কাছে তাদের মোবাইলের চার্জার এবং তারের জন্য জিজ্ঞাসা করুন। কিন্তু এই ভুল আপনার ফোনের ক্ষতি করতে পারে, শুধুমাত্র ফোনের সাথে আসা আসল চার্জার এবং তার ব্যবহার করুন।
৩. আপনি যদি মোবাইলে কোনো অ্যাপ ডাউনলোড করতে চান কিন্তু অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে খুঁজে না পান, তাহলে অনেকেই অ্যাপটির নাম লিখে গুগলে সার্চ করেন। অনুসন্ধানের ফলাফলগুলো উপস্থিত হওয়ার পরে, লোকেরা কোনও অজানা সাইট থেকে APK ফাইল ডাউনলোড করে এবং চিন্তা না করে ডিভাইসে অ্যাপটি ইনস্টল করার ভুল করে। কিন্তু আপনার এই অভ্যাসটি আপনার ফোন নষ্ট করে দিতে পারে, অজানা সাইট থেকে ইনস্টল করা অ্যাপে ভাইরাস বা ম্যালওয়্যার থাকতে পারে যাতে ফোনের ক্ষতি হয়।
৪. ভেজাভাব মোবাইল ফোনের সবচেয়ে বড় শত্রু। ভেজাভাবের কারণে মাদারবোর্ডেরও মারাত্মক ক্ষতি হয়। একইসঙ্গে ক্ষতি হয় ক্যামেরা ও ডিসপ্লেরও। তাই ভেজে হাতে ফোন ধরা বা ফোনকে স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা থেকে বিরত থাকুন। করোনার সময়ে সুরক্ষার জন্য অনেকেই মোবাইলকে স্যানিটাইজারে গোসল করাতেন। জীবাণু ধ্বংসের জন্য কখনো ফোনে স্যানিটাইজার ব্যবহার করবেন না। কারণ স্যানিটাইজারের ভেজাভাব ফোনের বিভিন্ন অংশে গিয়ে ফোনের মারাত্মক ক্ষতি করে। তাই যেকোনো রকমের ভেজাভাব থেকে আপনার শখের স্মার্টফোনটিকে দূরে রাখুন।
নিউজ লাইট ৭১