ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় আওয়ামী লীগ কর্মীর আঘাতে বিএনপি’র কর্মী নিহত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / 30

ছবিঃ নিউজ লাইট ৭১

 নওগাঁর  মান্দায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গত  ১১ আগষ্ট দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।
নিহত বিএনপিকর্মীর নাম রমজান আলী (৭০)। তিনি সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে সামছুল ইসলাম বলেন, ‘আমার বাবা রমজান আলী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এনিয়ে প্রতিবেশী আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম, আবুল কালাম ও আবদুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে সামান্য বিষয় নিয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম ও আবদুর রাজ্জাক আমার বাবাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গ্রামপুলিশের সহায়তায় নিহত রমজান আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এটি পরিকল্পিত হত্যাকা- বলেও তারা দাবি করেন।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আব্দুল মালেক/ নিউজ লাইট ৭১
Tag :

শেয়ার করুন

নওগাঁয় আওয়ামী লীগ কর্মীর আঘাতে বিএনপি’র কর্মী নিহত

আপডেট টাইম : ০২:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
 নওগাঁর  মান্দায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গত  ১১ আগষ্ট দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।
নিহত বিএনপিকর্মীর নাম রমজান আলী (৭০)। তিনি সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে সামছুল ইসলাম বলেন, ‘আমার বাবা রমজান আলী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এনিয়ে প্রতিবেশী আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম, আবুল কালাম ও আবদুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে সামান্য বিষয় নিয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম ও আবদুর রাজ্জাক আমার বাবাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গ্রামপুলিশের সহায়তায় নিহত রমজান আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এটি পরিকল্পিত হত্যাকা- বলেও তারা দাবি করেন।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আব্দুল মালেক/ নিউজ লাইট ৭১