জামায়াত-শিবির নিষিদ্ধ: রাজধানীতে নিরাপত্তা জোরদার
- আপডেট টাইম : ০৬:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / 19
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষণার পর রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ত্রাস ও নাশকতা রোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠন নিষিদ্ধ করা হয়েছে। এর আগে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনি মতামত দিয়ে ফাইল পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় জামায়াত ও ছাত্রশিবিরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। এ প্রেক্ষিতে, গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে। এছাড়া সাম্প্রতিককালে সংঘটিত সন্ত্রাসী কার্যকলাপে জামায়াত ও শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
সরকার মনে করে, জামায়াত ও শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তাই সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) অনুযায়ী জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরসহ তাদের সব অঙ্গসংগঠন নিষিদ্ধ করা হলো। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।
নিউজ লাইট ৭১