শিরোনাম :
ডিবি ৬ সমন্বয়ককে ছেড়ে দিয়েছে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০২:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / 20
‘হেফাজতে’ থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তাদেরকে ছেড়ে দেয় গোয়েন্দা সংস্থাটি।
সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে।’
তারা হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
এর আগে গত ২৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে এবং গত ২৭ জুলাই মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেয়া হয়।
নিউজ লাইট ৭১
Tag :