ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে নামছে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / 36

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রাতে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই গ্রুপে সবার পয়েন্ট সমান হওয়ায় জমে উঠেছে লড়াই। যদি কিন্তুর কোন সমীকরণে পড়তে চায়না হাভিয়ের ম্যাচেরানোর দল। জয় তুলে নিয়ে খেলতে চায় শীর্ষ আটে। ফ্রান্সের লিও-তে ম্যাচ শুরু হবে রাত ৯টায়।

ভালো সময় কাটছে আর্জেন্টিনার। বিশ্বকাপ আর কোপা আমেরিকার সেই ছায়া খুঁজে পাওয়া যাবে অলিম্পিকে এমন স্বপ্নই দেখিয়েছিলো আলবিসেলেস্তেরা। কোচ ও খেলোয়াড় হিসেবে হাভিয়ের ম্যাচেরানোর স্বর্ন পদক উপহার দিয়ে গড়বেন অনন্য নজির! ভক্তদের চাওয়া ছিলো এটাই। তবে ফ্রান্সে এসে হিসেব কিছুটা গোলমেলেই হয়ে গেছে আর্জেন্টিনার।

হিসেবে জটিলতা থাকলেও এখনও কক্ষপথে ফেরার ভালো সম্ভাবনা আছে আলামাদা, আলভারেজদের। ইউক্রেনের বিপক্ষে জয় পেলেই শীর্ষ আটের টিকিট নিশ্চিত হবে ওদের। একই সঙ্গে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ড্র করলেও থাকবে সম্ভাবনা। তবে সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

রক্ষণের শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে বিশ্বকাপ জয়ী ওতামেন্ডিকে। তারপরও আলবিসেলেস্তে ডিফেন্স হতাশ করেছে গেলো দুই ম্যাচে। জেরোনিমো রুলির বিশ্বস্ত গ্লাভস আটকাতে পারেননি তিন গোল। প্রতিপক্ষের জালে ওরা চার গোল করলেও দুশ্চিন্তা ঠিকই থাকছে রক্ষণ ভাগ নিয়ে।

আর্জেন্টিনা যুব দলের মিডফিল্ডাররা এখন পর্যন্ত সফল। ক্রিস্টিয়ান মেডিনা, ফার্নান্দেসের সঙ্গে আক্রমন ভাগের সেতুবন্ধ বেশ জটিল। থিয়াগো আলামাদা আছেন দুর্দান্ত ফর্মে। এখনও গোল না পেলেও হুলিয়ান আলভারেজ অ্যাসিস্টে দুর্দান্ত। আর তাই শীর্ষ আট নিশ্চিত করা নিয়ে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

আর্জেন্টিনাকে হারিয়ে দেয়া মরক্কোকে রুখে দিয়েছে ইউক্রেন। তাই তাদের হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। তাছাড়া এই গ্রুপ থেকে যেহেতু সবারই আছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা, তাই প্রতিপক্ষ যে মরন কামড় দিতে চাইবে সে বিষয়ে বেশ সজাগ আলবিসেলেস্তেরা।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোন ইনজুরি বা সাসপেনশন সমস্যা নেই যুব আলবিসেলেস্তে শিবিরে। পূর্ন শক্তির স্কোয়াড পাচ্ছেন হাভিয়ের ম্যাচেরানো।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাঠে নামছে আর্জেন্টিনা

আপডেট টাইম : ০৬:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রাতে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই গ্রুপে সবার পয়েন্ট সমান হওয়ায় জমে উঠেছে লড়াই। যদি কিন্তুর কোন সমীকরণে পড়তে চায়না হাভিয়ের ম্যাচেরানোর দল। জয় তুলে নিয়ে খেলতে চায় শীর্ষ আটে। ফ্রান্সের লিও-তে ম্যাচ শুরু হবে রাত ৯টায়।

ভালো সময় কাটছে আর্জেন্টিনার। বিশ্বকাপ আর কোপা আমেরিকার সেই ছায়া খুঁজে পাওয়া যাবে অলিম্পিকে এমন স্বপ্নই দেখিয়েছিলো আলবিসেলেস্তেরা। কোচ ও খেলোয়াড় হিসেবে হাভিয়ের ম্যাচেরানোর স্বর্ন পদক উপহার দিয়ে গড়বেন অনন্য নজির! ভক্তদের চাওয়া ছিলো এটাই। তবে ফ্রান্সে এসে হিসেব কিছুটা গোলমেলেই হয়ে গেছে আর্জেন্টিনার।

হিসেবে জটিলতা থাকলেও এখনও কক্ষপথে ফেরার ভালো সম্ভাবনা আছে আলামাদা, আলভারেজদের। ইউক্রেনের বিপক্ষে জয় পেলেই শীর্ষ আটের টিকিট নিশ্চিত হবে ওদের। একই সঙ্গে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ড্র করলেও থাকবে সম্ভাবনা। তবে সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

রক্ষণের শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে বিশ্বকাপ জয়ী ওতামেন্ডিকে। তারপরও আলবিসেলেস্তে ডিফেন্স হতাশ করেছে গেলো দুই ম্যাচে। জেরোনিমো রুলির বিশ্বস্ত গ্লাভস আটকাতে পারেননি তিন গোল। প্রতিপক্ষের জালে ওরা চার গোল করলেও দুশ্চিন্তা ঠিকই থাকছে রক্ষণ ভাগ নিয়ে।

আর্জেন্টিনা যুব দলের মিডফিল্ডাররা এখন পর্যন্ত সফল। ক্রিস্টিয়ান মেডিনা, ফার্নান্দেসের সঙ্গে আক্রমন ভাগের সেতুবন্ধ বেশ জটিল। থিয়াগো আলামাদা আছেন দুর্দান্ত ফর্মে। এখনও গোল না পেলেও হুলিয়ান আলভারেজ অ্যাসিস্টে দুর্দান্ত। আর তাই শীর্ষ আট নিশ্চিত করা নিয়ে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

আর্জেন্টিনাকে হারিয়ে দেয়া মরক্কোকে রুখে দিয়েছে ইউক্রেন। তাই তাদের হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। তাছাড়া এই গ্রুপ থেকে যেহেতু সবারই আছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা, তাই প্রতিপক্ষ যে মরন কামড় দিতে চাইবে সে বিষয়ে বেশ সজাগ আলবিসেলেস্তেরা।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোন ইনজুরি বা সাসপেনশন সমস্যা নেই যুব আলবিসেলেস্তে শিবিরে। পূর্ন শক্তির স্কোয়াড পাচ্ছেন হাভিয়ের ম্যাচেরানো।

নিউজ লাইট ৭১