ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে যুবক খুন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / 25

ছুরিকাঘাতে যুবক খুন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ ইসমাইল (৩৬) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৮ জুলাই) বিকেল পাঁচটার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ইস্ট) ডি-১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইসমাইল ওই ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বালির মাঠের পাশ দিয়ে মোহাম্মদ ইসমাইল বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে পাঁচ/ছয় জন অজ্ঞাত দুর্বৃত্ত গতিরোধ করে তাকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় বালুর মাঠে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে চিৎকার শুনতে কয়েকজন রোহিঙ্গা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, কারা, কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে, পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট টাইম : ০৯:০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ ইসমাইল (৩৬) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৮ জুলাই) বিকেল পাঁচটার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ইস্ট) ডি-১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইসমাইল ওই ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বালির মাঠের পাশ দিয়ে মোহাম্মদ ইসমাইল বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে পাঁচ/ছয় জন অজ্ঞাত দুর্বৃত্ত গতিরোধ করে তাকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় বালুর মাঠে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে চিৎকার শুনতে কয়েকজন রোহিঙ্গা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, কারা, কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে, পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ লাইট ৭১