ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • / 26

ছবি: সংগৃহীত

নড়াইলের নড়াগাতীতে চার কেজি গাঁজাসহ সজিব শেখ (২৭) ও নাজিম মোল্যা (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৮ জুলাই) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার (৭ জুলাই) বিকালে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সজিব শেখ খুলনা জেলার রুপসা উপজেলার হোসাইনপুর গ্রামের গোলাম শেখের ছেলে ও নাজিম মোল্যা নড়াগাতি থানার পাখিমারা গ্রামের মাসুদ মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার এসআই মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগডাঙ্গা বাজারে অভিযান চালায়। এ সময় লাবু শেখের মুদি দোকানের সামনে সজিব শেখ ও নাজিম মোল্যাকে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিদের সোমবার সকালে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০১:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

নড়াইলের নড়াগাতীতে চার কেজি গাঁজাসহ সজিব শেখ (২৭) ও নাজিম মোল্যা (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৮ জুলাই) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার (৭ জুলাই) বিকালে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সজিব শেখ খুলনা জেলার রুপসা উপজেলার হোসাইনপুর গ্রামের গোলাম শেখের ছেলে ও নাজিম মোল্যা নড়াগাতি থানার পাখিমারা গ্রামের মাসুদ মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার এসআই মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগডাঙ্গা বাজারে অভিযান চালায়। এ সময় লাবু শেখের মুদি দোকানের সামনে সজিব শেখ ও নাজিম মোল্যাকে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিদের সোমবার সকালে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ লাইট ৭১