সিঙ্গাপুর যাচ্ছেন ডিপজল
- আপডেট টাইম : ০২:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / 28
ঢালিউড খলঅভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছেন। ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় চিকিৎসা করিয়ে পুরোপুরি সুস্থ হতে পারেননি। আরও উন্নত চিকিৎসার জন্য তিনি আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানা গেছে।
এদিকে শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিপজল।
ডিপজল বলেন, চোখের সমস্যাটা আমাকে দীর্ঘদিন ভোগাচ্ছে। দেশে চিকিৎসা করিয়েছি কিন্তু ভালো কোনো ফল পাচ্ছি না। স্থানীয় চিকিৎসকরা আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই আগামী সপ্তাহের সিঙ্গাপুর যাব। আমি আমার ভক্ত, দর্শক ও দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই। চিকিৎসাশেষে তিনি দেশে ফিরবেন বলে জানান জিপজল।
ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা এবং অভিনয় করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা।
নিউজ লাইট ৭১