প্রশ্ন মিমি চক্রবর্তী্র ‘বুবলী কে?’
- আপডেট টাইম : ০১:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / 31
এবছরের ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তির পর শুক্রবার (৫ জুলাই) থেকে ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’। দেশটির পশ্চিমবঙ্গে ৪৭টা হলে চলছে সিনেমাটি। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় কলকাতায় সিনেমার প্রচারে যান নায়ক শাকিব, নায়িকা মিমি ও পরিচালক রায়হান রাফী।
সেখানে ‘তুফান’র প্রিমিয়ার শো-এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন শাকিব খান। সেখানে এক সাংবাদিক শাকিবকে প্রশ্ন করেন, মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? বুবলী কি ছবিটা দেখেছেন কিনা? দেখলে তাঁর রিয়্যাকশন কী ছিল?
মিমি তখন মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনলেও চিনতে পারেননি বুবলীকে। ভিডিওতে দেখা যায়, পাশে বসা রাফীকে জিজ্ঞেস করছেন, ‘বুবলী কে?’ এরপর এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে।
অন্যদিকে, প্রশ্ন শুনে শাকিব খান কিছুক্ষণ চুপ থেকে বুবলীর বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেন। আর এই যে পাশাপাশি বসে কথা বলছি এতক্ষণেও বোঝা যায়নি মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? আসলে ব্যাপারটা উরাধুরাই ছিল।
উল্লেখ্য, শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফী পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই, ইন্টারন্যাশনাল পরিবেশক হিসেবে আছে টলিউডের নামি প্রযোজনা-পরিবেশনা সংস্থা এসভিএফ। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরসহ অনেকে।
নিউজ লাইট ৭১