ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু মোকাবেলায় সরকারের অবহেলা অমার্জনীয়: ড. কামাল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:২৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • / 128

ড. কামাল হোসেন। ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত। সরকার ডেঙ্গুর ভয়াবহতা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ।

বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট দফতরগুলোর অবহেলা অমার্জনীয়। স্বাস্থ্য মন্ত্রী ও ঢাকার দুই মেয়রের এ সময়ের ভূমিকা নিন্দনীয়।

তিনি বলেন, সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতায় হাইকোর্ট ডেঙ্গুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ওষুধ আমদানির ব্যাপারে নির্দেশনা দিচ্ছে, তা কারো কাম্য ছিল না।

ড. কামাল অবিলম্বে সরকারকে ডেঙ্গুর ব্যাপারে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জনগণকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান।

Tag :

শেয়ার করুন

ডেঙ্গু মোকাবেলায় সরকারের অবহেলা অমার্জনীয়: ড. কামাল

আপডেট টাইম : ১২:২৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত। সরকার ডেঙ্গুর ভয়াবহতা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ।

বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট দফতরগুলোর অবহেলা অমার্জনীয়। স্বাস্থ্য মন্ত্রী ও ঢাকার দুই মেয়রের এ সময়ের ভূমিকা নিন্দনীয়।

তিনি বলেন, সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতায় হাইকোর্ট ডেঙ্গুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ওষুধ আমদানির ব্যাপারে নির্দেশনা দিচ্ছে, তা কারো কাম্য ছিল না।

ড. কামাল অবিলম্বে সরকারকে ডেঙ্গুর ব্যাপারে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জনগণকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান।