ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তিন হজ এজেন্সির বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / 28

তিন হজ এজেন্সির বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে। গত ১২ জুন হজযাত্রীদের শেষ ফ্লাইটের দিনে এ ঘটনা ঘটেছে। এমন অভিযোগে ওই দিনেই বিমানবন্দর থানায় জিডি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘খেদমা, আত তাবলিক এবং জিলহজ ট্রাভেল এজেন্সি এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। নেশা জাতীয় দ্রব্য মধ্যে রয়েছে সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও পান। এগুলো খাওয়া বাংলাদেশে স্বাভাবিক ঘটনা হলও সৌদি সরকার বিষয়টি গুরুত্বর অভিযোগ হিসেবে বিবেচনা করেন।’

এ বিষয়ে জিলহজ্জ ট্র্রাভেলস এজেন্সি, খেদমা হজ এজেন্সির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে হজে বিভিন্ন অনিয়মের কারণে ১৮টি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সৌদি সরকার। উন্নত হজ ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে সৌদি আরব ও বাংলাদেশ। মক্কায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে সৌদি হজ ও ওমরা উপমন্ত্রী ডক্টর আল হাসান আল মানখড়া মিনা-মুজদালিফা-আরাফায় অব্যবস্থাপনায় জড়িত সৌদি মোয়াল্লেমদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

হজ প্রশাসনিক দলের প্রধান মাতিউল ইসলাম বলেন, বারাকাত ট্রাভেল অ্যান্ড ট্যুরস এজেন্সিসহ ১৮টি বেসরকারি ট্রাভেল এজেন্সির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জের মোহাম্মদ তাজুল ইসলাম নামে এক হজ যাত্রী মিনা থেকে ফেরার পথে নিখোঁজ হন। এখনও তার সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে মক্কায় বাংলাদেশ হজ মিশন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরবে হজ করতে যান। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন তারা। হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল গত ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন। আর ফিরতি ফ্লাইটে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ২৮ হাজার ৯৪১ জন হাজি। গত ২০ জুন থেকে দেশে ফেরার যাত্রা শুরু করেন হজযাত্রীরা।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪১ জন পুরুষ ও ১৩ জন নারী। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৪৩ জন, মিনায় ৬ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন। তবে হজ বুলেটিনে ৫৬ জনের কথা বলা হলেও নাম-ছবি পাওয়া গেছে ৫৪ জনের।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

তিন হজ এজেন্সির বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ

আপডেট টাইম : ০৪:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

তিন হজ এজেন্সির বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে। গত ১২ জুন হজযাত্রীদের শেষ ফ্লাইটের দিনে এ ঘটনা ঘটেছে। এমন অভিযোগে ওই দিনেই বিমানবন্দর থানায় জিডি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘খেদমা, আত তাবলিক এবং জিলহজ ট্রাভেল এজেন্সি এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। নেশা জাতীয় দ্রব্য মধ্যে রয়েছে সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও পান। এগুলো খাওয়া বাংলাদেশে স্বাভাবিক ঘটনা হলও সৌদি সরকার বিষয়টি গুরুত্বর অভিযোগ হিসেবে বিবেচনা করেন।’

এ বিষয়ে জিলহজ্জ ট্র্রাভেলস এজেন্সি, খেদমা হজ এজেন্সির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে হজে বিভিন্ন অনিয়মের কারণে ১৮টি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সৌদি সরকার। উন্নত হজ ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে সৌদি আরব ও বাংলাদেশ। মক্কায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে সৌদি হজ ও ওমরা উপমন্ত্রী ডক্টর আল হাসান আল মানখড়া মিনা-মুজদালিফা-আরাফায় অব্যবস্থাপনায় জড়িত সৌদি মোয়াল্লেমদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

হজ প্রশাসনিক দলের প্রধান মাতিউল ইসলাম বলেন, বারাকাত ট্রাভেল অ্যান্ড ট্যুরস এজেন্সিসহ ১৮টি বেসরকারি ট্রাভেল এজেন্সির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জের মোহাম্মদ তাজুল ইসলাম নামে এক হজ যাত্রী মিনা থেকে ফেরার পথে নিখোঁজ হন। এখনও তার সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে মক্কায় বাংলাদেশ হজ মিশন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরবে হজ করতে যান। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন তারা। হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল গত ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন। আর ফিরতি ফ্লাইটে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ২৮ হাজার ৯৪১ জন হাজি। গত ২০ জুন থেকে দেশে ফেরার যাত্রা শুরু করেন হজযাত্রীরা।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪১ জন পুরুষ ও ১৩ জন নারী। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৪৩ জন, মিনায় ৬ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন। তবে হজ বুলেটিনে ৫৬ জনের কথা বলা হলেও নাম-ছবি পাওয়া গেছে ৫৪ জনের।

নিউজ লাইট ৭১