প্লাস্টিকের ব্যাগে মিলল দুই কেজি আইস
- আপডেট টাইম : ০৪:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / 21
কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ এবং একটি ধারাল কিরিচ উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। রোববার (৩০ জুন) সকালে এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে হাড়িয়াখালি এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে- এমন তথ্যের ভিত্তিতে বিজিবির কয়েকটি দল বিভক্ত হয়ে মৎস্য ঘেরের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান করে।
বিজিবি টহলদল তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে হাড়িয়াখালি এলাকার দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি বুজতে পেরে পালানোর সময় তাদের হাতে থাকা পোটলাটি পড়ে যায়।
পরবর্তীতে টহলদল সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করতে সক্ষম হয়।
নিউজ লাইট ৭১