দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ইউপি চেয়ারম্যান গুরুতর জখম
- আপডেট টাইম : ০২:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / 27
চুয়াডাঙ্গার জীবননগরে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ইউপি চেয়ারম্যান গুরুতর জখম হয়েছেন। গুরুতর আহত সোহরাব হোসেন খান উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। শুক্রবার (২৮ জুন) রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার মনোহরপুর আলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে নেয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন চেয়ারম্যান সোহরাব হোসেন খান। এসময় তিনি আলাম মোড় এলাকায় পৌঁছালে তাকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে চেয়ারম্যানের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দলীয় লোকজন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ জানান, হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে।
নিউজ লাইট ৭১