বাংলাদেশ যেভাবে সেমিফাইনালে যেতে পারে
- আপডেট টাইম : ০৮:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / 21
এখনো সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ে খুলে গেছে সম্ভাবনার দুয়ার। কঠিন হলেও সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। যা নিশ্চিত করতে সুপার এইটে টিম টাইগার্সকে তাদের জিততেই হবে এবং পাশাপাশি প্রার্থণা করতে হবে ভারতের জয়ের জন্য।
সুপার এইটের প্রথম গ্রুপে চার দলই ২টি করে ম্যাচ খেলেছে। টেবিলের শীর্ষে ভারত। তাদের অর্জন ৪ পয়েন্ট। সমান ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। শূন্য পয়েন্টে তলানীতে বাংলাদেশ। আগামীকাল সোমবার (২৪ জুন) রাতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত।
২৫ জুন সকালে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এই ম্যাচে টাইগাররা জিতলে এবং অস্ট্রেলিয়া ভারতের কাছে হারলে তিন দলের পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে নেট রানরেট। টাইগারদের সম্ভাবনা উজ্জ্বল করতে লাগবে ভারতের সাহায্য। যদি অস্ট্রেলিয়াকে রোহিতের দল ৫৫ রানে হারিয়ে দেয়, তাহলে ভারতের সঙ্গী হয়ে সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে ৩১ বা তার বেশি রানে। এক্ষেত্রে প্রথমে ব্যাটিংয়ে নেমে কমপক্ষে ১৬০ রান করতে হবে বাংলাদেশকে।
নিউজ লাইট ৭১