ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পর্যটকের পদচারনায় মুখর কুয়াকাটা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • / 28

পর্যটকের পদচারনায় মুখর হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। ছবি:

ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের পদচারনায় মুখর হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। মঙ্গলবার সকাল থেকে সৈকতে পর্যটকের উপস্থিতি বাড়তে থাকে। বিকালের দিকে ভ্রমণপিপাসু মানুষের ঢল নামে। আর সন্ধ্যার পরে তো বিনোদন প্রিয় মানুষের আনাগোনায় রীতিমতো মুখর হয়ে উঠে সাগরকন্যা কুয়াকাটা।

প্রিয়জনকে সাথে নিয়ে সৈকতের বেলাভূমিতে আনন্দ উন্মাদনায় মেতেছেন অনেকেই। কেউ কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে অথবা প্রিয়জনের হাতে হাত রেখে সৈকতের মেলাভূমিতে হেঁটে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। ঝাউবাগান, শুটকি পল্লী ও গঙ্গামতিসহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকের উপস্থিতি বেড়েছে। এতে কুয়াকাটার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রিও বেড়েছে।

সৈকতের ছাতা বেঞ্চ ও স্পিড বোট ব্যবসায়ী মো. খলিফা বলেন, আজকে অনেক পর্যটক বেড়েছে। এ সপ্তাহে আরও বাড়বে।

হোটেল-মোটেল ওর্নাস এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, আজকে ভাল পর্যটক আসছে এবং ফোনেও রুম বুকিং হচ্ছে। গরমটা কমলে আরও পর্যটকের আগমন ঘটবে।

বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, পর্যটকের নিরাপত্তারয় আমরা উপজেলা প্রশাসন ও মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত আছি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পর্যটকের পদচারনায় মুখর কুয়াকাটা

আপডেট টাইম : ০৬:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের পদচারনায় মুখর হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। মঙ্গলবার সকাল থেকে সৈকতে পর্যটকের উপস্থিতি বাড়তে থাকে। বিকালের দিকে ভ্রমণপিপাসু মানুষের ঢল নামে। আর সন্ধ্যার পরে তো বিনোদন প্রিয় মানুষের আনাগোনায় রীতিমতো মুখর হয়ে উঠে সাগরকন্যা কুয়াকাটা।

প্রিয়জনকে সাথে নিয়ে সৈকতের বেলাভূমিতে আনন্দ উন্মাদনায় মেতেছেন অনেকেই। কেউ কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে অথবা প্রিয়জনের হাতে হাত রেখে সৈকতের মেলাভূমিতে হেঁটে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। ঝাউবাগান, শুটকি পল্লী ও গঙ্গামতিসহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকের উপস্থিতি বেড়েছে। এতে কুয়াকাটার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রিও বেড়েছে।

সৈকতের ছাতা বেঞ্চ ও স্পিড বোট ব্যবসায়ী মো. খলিফা বলেন, আজকে অনেক পর্যটক বেড়েছে। এ সপ্তাহে আরও বাড়বে।

হোটেল-মোটেল ওর্নাস এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, আজকে ভাল পর্যটক আসছে এবং ফোনেও রুম বুকিং হচ্ছে। গরমটা কমলে আরও পর্যটকের আগমন ঘটবে।

বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, পর্যটকের নিরাপত্তারয় আমরা উপজেলা প্রশাসন ও মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত আছি।

নিউজ লাইট ৭১