ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভাগ্য বদলালো না মদনের কামারপল্লীর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / 29

পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে টুংটাং শব্দে মেতে উঠেছে নেত্রকোনার মদন উপজেলার কামারপল্লী। ঈদের দিন যতই এগিয়ে আসছে ততই কর্মব্যস্ততা বাড়ছে কামারদের।কয়লা পুড়িয়ে, লোহাকে জ্বালিয়ে হাতুড়ির আঘাতে তৈরি করছেন কামারেরা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী,দা,বটি,ছুরি,কুড়াল,চাকু, চাপাতিসহ ধারালো সব যন্ত্রপাতি।তাই যেন দম ফেলারও সময় নেই তাদের।সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে তাদের।

সারা বছর তেমন কোনো কাজ না থাকলেও কোরবানি ঈদকে কেন্দ্র করে কয়েকগুণ কর্মব্যস্ততা বেড়েছে  কামারদের।কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতারাও ভিড় জমান কামার পল্লিতে।

কিন্তু দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করলেও কিছুতেই ভাগ্যের চাকা ঘুরছে না কামারদের।যতই দিন যাচ্ছে ততই যেন ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এমনকি সরকারের দেওয়া তেমন কোনো সুযোগ-সুবিধাও পাচ্ছেন না বলে অভিযোগ তাদের অনেকের।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন কামারদের সঙ্গে কথা বললে তারা বলেন,যতদিন যাচ্ছে ততই যেন এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কামার সম্প্রদায়ের লোকজন। কারণ হিসেবে জানতে চাইলে তারা বলেন,এ পেশায় এখন আর আগের মত তেমন সুযোগ-সুবিধা নেই।এখানে কাজ করলে খুব কষ্ট করে জীবন যাপন করতে হয়। তবে আমাদের এই কষ্ট দেখবার কেউ নেই। সরকার যদি আমাদের দিকে একটু মুখ তুলে থাকা তো তাহলে আমরা একটু শান্তিতে জীবন যাপন করতে পারতাম।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভাগ্য বদলালো না মদনের কামারপল্লীর

আপডেট টাইম : ০৭:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে টুংটাং শব্দে মেতে উঠেছে নেত্রকোনার মদন উপজেলার কামারপল্লী। ঈদের দিন যতই এগিয়ে আসছে ততই কর্মব্যস্ততা বাড়ছে কামারদের।কয়লা পুড়িয়ে, লোহাকে জ্বালিয়ে হাতুড়ির আঘাতে তৈরি করছেন কামারেরা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী,দা,বটি,ছুরি,কুড়াল,চাকু, চাপাতিসহ ধারালো সব যন্ত্রপাতি।তাই যেন দম ফেলারও সময় নেই তাদের।সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে তাদের।

সারা বছর তেমন কোনো কাজ না থাকলেও কোরবানি ঈদকে কেন্দ্র করে কয়েকগুণ কর্মব্যস্ততা বেড়েছে  কামারদের।কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতারাও ভিড় জমান কামার পল্লিতে।

কিন্তু দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করলেও কিছুতেই ভাগ্যের চাকা ঘুরছে না কামারদের।যতই দিন যাচ্ছে ততই যেন ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এমনকি সরকারের দেওয়া তেমন কোনো সুযোগ-সুবিধাও পাচ্ছেন না বলে অভিযোগ তাদের অনেকের।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন কামারদের সঙ্গে কথা বললে তারা বলেন,যতদিন যাচ্ছে ততই যেন এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কামার সম্প্রদায়ের লোকজন। কারণ হিসেবে জানতে চাইলে তারা বলেন,এ পেশায় এখন আর আগের মত তেমন সুযোগ-সুবিধা নেই।এখানে কাজ করলে খুব কষ্ট করে জীবন যাপন করতে হয়। তবে আমাদের এই কষ্ট দেখবার কেউ নেই। সরকার যদি আমাদের দিকে একটু মুখ তুলে থাকা তো তাহলে আমরা একটু শান্তিতে জীবন যাপন করতে পারতাম।

নিউজ লাইট ৭১