সন্ত্রাসী হামলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মারাত্মক জখম
- আপডেট টাইম : ০৫:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / 29
সন্ত্রাসী হামলা চালিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসনকে রক্তাক্ত জখম করেছেন একই অধিদপ্তরের একজন কর্মকর্তা। তার নাম ডাঃ আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮ টা ৪৫ এ রাজধানীর পরীবাগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমানের বাসার লিফটের ভেতরে এ ঘটনাটি ঘটে।
এক সূত্র জানা যায়, প্রশাসনিক কাজে পরিচালক প্রশাসন ডাক্তার মলয় কুমার সুর মন্ত্রী আব্দুর রহমানের বাসায় যান। অফিসিয়াল কথা সেরে লিফটে নিচে নামতেই পূর্ব থেকে লিফটের সামনে ওঁত পেতে থাকা সন্ত্রাসী ডাক্তার আজিজুল ইসলাম মলয় কুমার সুরকে পূর্ব শত্রুতা জের ধরেই মুখে বুকে বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে পরিচালক প্রশাসন মলয় কুমার সুর গুরুতর আহত হয়। তার শরীর থেকে অজস্র রক্তক্ষরণ হতে লাগে।
পরে এ পরিস্থিতি দেখে ওই ভবনের নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসলে দুর্বৃত্ত সন্ত্রাসী আজিজ পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ লাইট ৭১