নেদারল্যান্ডসের বিপক্ষে আজ বাংলাদেশ
- আপডেট টাইম : ০৪:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / 25
সুপার এইটের সমীকরণ মেলাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে আজ বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। নাগরিক টিভি ও টফিতে দেখা যাবে এ ম্যাচটি।
যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে এবার টাইগারদের মিশন ওয়েস্ট ইন্ডিজে। তাই কন্ডিশন বিবেচনাই দলে পরিবর্তন আশাটাই স্বাভাবিক।
বাংলাদেশের ম্যাচ ভেন্যু সেন্ট ভিসেন্ট দলের তরুণদের জন্য নতুন হলেও সাকিব-মাহমুদউল্লাহর জন্য খুবই পরিচিত। কারণ, সেখানে জাতীয় দলের ম্যাচ ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এই দুই ক্রিকেটার।
সেন্ট ভিসেন্টের উইকেট অনেকটাই স্পিন সহায়ক। তাই একাদশ সাজানোর ক্ষেত্রে এ বিষয়কে গুরুত্ব দিতে হবে। সে ক্ষেত্রে দলে এক জন বাড়তি স্পিনার নিয়ে নামতে পারে টাইগাররা। যেখানে সবার থেকে এগিয়ে শেখ মাহেদী। নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটটাও চালাতে পারেন এই অলরাউন্ডার।
এই ম্যাচে জায়গা হারাতে পারেন জাকের আলী অনিক। কারণ, দক্ষিণ আফ্রিকার ম্যাচে দলকে জেতাতে পারেননি। তাই মাহেদীর জন্য জায়গা করতে বাদ দেওয়া হতে পারে এই উইকেটরক্ষক ব্যাটারকে।
এদিকে ইনজুরি কাটিয়ে পুরোদমে বোলিং করছেন শরিফুল। ডাচদের বিপক্ষে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। সে ক্ষেত্রে কঠিন পরীক্ষা দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। কারণ, দলের তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব দুর্দান্ত ফর্মে রয়েছেন।
তাই কাকে বাদ দিয়ে শরিফুলকে দলে নেওয়া হবে এটাও একটা বড় প্রশ্ন। তবে সে ক্ষেত্রে তানজিম সাকিবের দিকে চোখ থাকবে সবার। কারণ, মোস্তাফিজ-তাসকিন কোচ অধিনায়কের অটোচয়েজ। এদিকে প্রোটিয়াদের বিপক্ষে তিন উইকেট নিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন সাকিবও।
তাই নেদারল্যান্ডস ম্যাচে বোলিং লাইনের পরিবর্তনটা কি হতে যাচ্ছে এটাই দেখা বিষয়। বাকি জায়গাগুলো অপরিবর্তিত থাকবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দুই বার হারিয়েছে টাইগাররা। ২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা।
ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে অবশ্য ৮৭ রানের হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ। ওই হারের কারণে সমালোচনার মুখে পড়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।
বাংলাদেশের আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান/ শরিফুল ইসলাম
নিউজ লাইট ৭১