ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে চা শিল্প

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 26

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ফাইল ছবি

বঙ্গবন্ধুর যুগান্তকারী সব উদ্যোগের ধারাবাহিকতা ও বর্তমান সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ১৪ দেশে প্রায় এক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সোমবার (৩ জুন) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন সংবাদ সম্মেলনে কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৬৮ বৃহৎ চা বাগান ও প্রায় আট হাজার ক্ষুদ্রায়তন চা বাগান রয়েছে। বঙ্গবন্ধুর যুগান্তকারী সব উদ্যোগের ধারাবাহিকতা ও বর্তমান সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। চা শিল্পের ইতিহাসে উৎপাদনের অতীতের সব রেকর্ড অতিক্রম করে ২০২৩ সালে দেশের চা বাগানগুলোয় ১০২ দশমিক ৯২ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, ২০২৩ সালে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৩ দেশে প্রায় এক দশমিক ৪ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়েছে যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। চা রপ্তানি উৎসাহিতকরণে তিন শতাংশ রপ্তানি প্রণোদনা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে চা রপ্তানিও বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালের মে মাস পর্যন্ত ১৪ দেশে প্রায় এক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে।

চা রপ্তানি বৃদ্ধিতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ, বিদেশে দেশি চায়ের প্রচারণা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী চা তৈরিতে চা শিল্প সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ড কাজ করছে।

আগামীকাল মঙ্গলবার (৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উপলক্ষে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৪ দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প’। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চতুর্থবারের মতো জাতীয় চা দিবস উদযাপন ও দ্বিতীয়বারের মতো জাতীয় চা পুরস্কার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে চা শিল্প

আপডেট টাইম : ০৭:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

বঙ্গবন্ধুর যুগান্তকারী সব উদ্যোগের ধারাবাহিকতা ও বর্তমান সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ১৪ দেশে প্রায় এক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সোমবার (৩ জুন) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন সংবাদ সম্মেলনে কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৬৮ বৃহৎ চা বাগান ও প্রায় আট হাজার ক্ষুদ্রায়তন চা বাগান রয়েছে। বঙ্গবন্ধুর যুগান্তকারী সব উদ্যোগের ধারাবাহিকতা ও বর্তমান সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। চা শিল্পের ইতিহাসে উৎপাদনের অতীতের সব রেকর্ড অতিক্রম করে ২০২৩ সালে দেশের চা বাগানগুলোয় ১০২ দশমিক ৯২ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, ২০২৩ সালে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৩ দেশে প্রায় এক দশমিক ৪ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়েছে যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। চা রপ্তানি উৎসাহিতকরণে তিন শতাংশ রপ্তানি প্রণোদনা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে চা রপ্তানিও বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালের মে মাস পর্যন্ত ১৪ দেশে প্রায় এক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে।

চা রপ্তানি বৃদ্ধিতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ, বিদেশে দেশি চায়ের প্রচারণা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী চা তৈরিতে চা শিল্প সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ড কাজ করছে।

আগামীকাল মঙ্গলবার (৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উপলক্ষে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৪ দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প’। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চতুর্থবারের মতো জাতীয় চা দিবস উদযাপন ও দ্বিতীয়বারের মতো জাতীয় চা পুরস্কার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১