বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ
- আপডেট টাইম : ১২:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / 30
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলার গ্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৫২/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন জামালপুর সীমান্তে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুব মুর্শেদ রহমান। এসময় একই ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামসহ ১৫ জন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।
অপরদিকে বিএসএফর পক্ষে নেতৃত্ব ভারতের পশ্চিবঙ্গের ১৪৬ রওশনবাগ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী বিক্রম দেও সিং। এসময় ১২ জন বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন। বিকেল ৫টা পর্যন্ত চলা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।
নিউজ লাইট ৭১