প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা কার্যক্রমের উদ্বোধন
- আপডেট টাইম : ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / 30
কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হতে চলেছে। তাদের বহুল প্রত্যাশিত ও স্বপ্ন ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ মে) স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এনআইডি উদ্বোধনী অনুষ্ঠানে ১৯ জন বাংলাদেশি প্রবাসীকে স্মার্ট এনআইডি কার্ড প্রদান করেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব খান (অবঃ)।
অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান দূতাবাসে প্রবাসীদের এনআইডি নিবন্ধনের কার্যক্রম প্রক্রিয়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। সফলতার সহিত এবং সুষ্ঠুভাবে এনআইডি নিবন্ধনে কারিগরি কার্যক্রমে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি এবং রাষ্ট্রদূত কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রমের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার ওপর আলোচনা করেন। এনআইডি সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার।
কুয়েতের বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব খান (অবঃ)। এছাড়া উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তি। বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
প্রবাসীরা স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ২২টি নাগরিক সুবিধা পাবেন। অনলাইন আবেদন ফরমের কপি, অনলাইন জন্মসনদের কপি, বৈধ বাংলাদেশি পাসপোর্টের কপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি থাকলে একজন প্রবাসী জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও ইউনিয়ন অথবা পৌরসভা হতে নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বরও এনআইডি-র জন্য আবেদন করতে প্রয়োজন হবে।
প্রসঙ্গত, দীর্ঘ প্রবাসে থাকায় স্বল্পকালীন ছুটিতে দেশে গিয়ে অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র করা সম্ভব হয়নি। বর্তমানে কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। কুয়েতে দূতাবাসে ভোটার নিবন্ধন এনআইডি সেবা চালু হওয়াতে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
নিউজ লাইট ৭১