শেখ বেলাল উদ্দিন বাবু বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র
- আপডেট টাইম : ১০:১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
- / 1112
নিউজ লাইট ৭১: একাদশ সংসদ নির্বাচনের আগে-পরে বিভিন্ন সময়ে রাজনৈতিক অনুষ্ঠানে সরব উপস্থিতি ও আকর্ষণীয় বাচনভঙ্গিতে দেয়া বক্তৃতা সবার নজর কেড়েছেন শেখ সারহান নাসের তন্ময় (৩২)। এবার রাজনীতিতে আসছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের আরেক সদস্য শেখ বেলাল উদ্দিন বাবু। তিনি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র।
জানা গেছে, বাগেরহাট-০৪ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। শেখ বেলালকে রাজনীতিতে আগে দেখা না গেলেও বাগেরহাটের মোড়লগঞ্জ-শরণখোলা এলাকায় তার জনপ্রিয়তাও ব্যাপক।
শেখ বেলাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছোট ছেলে। তার অন্য দু’ভাই বর্তমানে সংসদ সদস্য।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে মহাজোটের সমর্থন ও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে জয় পান শেখ বেলালের সেঝ ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল।
শেখ বেলালের বড় ভাই শেখ হেলাল উদ্দিন বর্তমানে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য।
এদিকে একাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ সারহান নাসের তন্ময়। তিনি শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে।