ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেলায় ১০০ টাকায় ওড়না অথবা হিজাব বিক্রি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • / 227

নিউজ লাইট ৭১: ঢাকা শহরের যে-কোনো একটি হোটেল বা রেস্টুরেন্টে একবেলা পেটপুরে খেতে খরচ হয় ১০০ টাকারও বেশি। তবে একবেলা পেটপুরে খেতে যে খরচ হয় তার চেয়ে কম খরচে বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে মেয়েদের নিত্য ব্যবহার্য হিজাব। এজন্য এসব হিজাবের স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লেগেই আছে।

বিক্রেতারা বলছেন, এবারের মেলায় ১০০ টাকায় ওড়না অথবা হিজাব বিক্রি করছেন তারা। এতে তারা সাড়াও পাচ্ছেন বেশ চোখে পড়ার মতো। সারা মেলা ঘুরে দেখা যায় একাধিক প্রতিষ্ঠানের স্টলে কাগজে লেখা স্টিকার ঝুলিয়ে এভাবে ওড়না-হিজাব, গাউন এবং ওয়ান পিস বিক্রি করছে।

বিক্রেতারা বলছেন, তাদের দোকানে ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে গাউন আর ২০০ টাকায় মিলছে ওয়ান পিস। এখানে অংশ নেয়া ব্যবসায়ীরা বলছেন ওড়না-হিজাব, গাউন এবং ওয়ান পিস প্রতিটি পণ্যই মেলায় প্রকৃত দামের চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে। এতে বিক্রি বেশি হচ্ছে। ফলে পিস প্রতি মুনাফা কম হলেও সার্বিকভাবে মুনাফা বেশিই হচ্ছে।

অন্য দিকে কম দামে ওড়না-হিজাব, ওয়ান পিস, গাউন কিনতে পেরে বেশ খুশি মেলার এক শ্রেণির ক্রেতারা। তারা বলছেন, মার্কেট থেকে নিম্ন মানের ওড়না কিনতে গেলেও ১৫০ টাকা লাগে। ৪০০-৫০০ টাকার নিচে ওয়ান পিস গাউন পাওয়া যায় না। সে হিসাবে এখানে কম দামেই বিক্রি করা হচ্ছে।

এদিকে ক্রেতা-দর্শনার্থীর অভিযোগ, মেলায় যে মানের ওড়না, ওয়ান পিস, গাউন বিক্রি হচ্ছে তা রাজধানীর নিউমার্কেট-গাউসিয়া মার্কেটের ফুটপাতে বিক্রি হয়। সেখানেও এসব পণ্যের দাম এমনি। বাসায় ব্যবহারের জন্য সাধারণত এসব কেনা হয়।

মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা যায় ১০০ টাকার ওড়না, ২০০ টাকার ওয়ান পিস এবং ৩০০ টাকার গাউন বিক্রি করছে যেসব প্রতিষ্ঠান, তার প্রতিটিতে নারী ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। এদের বেশিরভাগই বেশ আগ্রহ নিযে একাধিক ওড়না, ওয়ান পিস, গাউন কিনছেন।

মেলাপ্রাঙ্গণে কম দামে ওড়না বিক্রি করা এমন একটি প্রতিষ্ঠান জনতা ওড়না হাউস। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী মিলন বলেন, মেলায় তারা যে দামে ওড়না বিক্রি করছে, বাইরে দাম তার দাম অনেক বেশি। অধিক বিক্রির মাধ্যমে বেশি মুনাফার জন্য এখানে তারা লাভ কম করছেন।

তিনি বলেন, ওড়নার পাশাপাশি তারা কাশ্মীরের শাল খুচরা ও পাইকারি বিক্রি করছেন। শিশুদের শীতের পোশাকও বিক্রি করছেন। দাম কম হলে কি হবে তাদের পণ্যের মান বেশ ভালো বলে তিনি দাবি করেন।

এখানে নামবিহীন একটি স্টলে ১০০ ও ১৫০ টাকা পিস ওড়না বিক্রি করতে দেখা যায়। স্টলটির বিক্রয়কর্মী হাসান বলেন, তারা ১০০ ও ১৫০ টাকা দামের ওড়নার পাশাপাশি দামি ওড়নাও বিক্রি করছেন। তবে ১০০ ও ১৫০ টাকা দামের ওড়না বেশি বিক্রি হচ্ছে বলে তিনি দাবি করেন।

মেলা প্রাঙ্গণের দক্ষিণ দিকে একটি স্টলে ১০০ টাকায় ওড়না-হিজাব, ২০০ টাকায় ওয়ান পিস, ৩০০ টাকায় গাউন বিক্রি করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী সজীব বলেন, আমাদের এখানে কোনো পণ্যের কত দাম তা উল্লেখ করে দিয়েছি। যার যেটা পছন্দ তিনি সেটা বেছে কিনতে পারবেন। দাম কম হলেও আমাদের পণ্যের মান ভালো।

এখানে একটি স্টল থেকে ২০০ টাকায় ওয়ান পিস কেনেন মিলা। বলেন, মার্কেটে ৪০০ টাকার নিচে ওয়ান পিস পাওয়া যায় না। এখানে মাত্র ২০০ টাকায় পিস বিক্রি হচ্ছে। বাছাই করে দুটি কিনেছি। দেখতে ভালোই লাগছে। মান কেমন তা বুঝতে পারছি না। ওয়াশ করার পর বোঝা যাবে।

এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুদিন বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয় ইসি।

নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে ভোটের আগের দিন ৩১ জানুয়ারি ও ভোটের দিন ১ ফেব্রুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার কথা বলা হয়েছে।

Tag :

শেয়ার করুন

মেলায় ১০০ টাকায় ওড়না অথবা হিজাব বিক্রি

আপডেট টাইম : ১০:০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: ঢাকা শহরের যে-কোনো একটি হোটেল বা রেস্টুরেন্টে একবেলা পেটপুরে খেতে খরচ হয় ১০০ টাকারও বেশি। তবে একবেলা পেটপুরে খেতে যে খরচ হয় তার চেয়ে কম খরচে বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে মেয়েদের নিত্য ব্যবহার্য হিজাব। এজন্য এসব হিজাবের স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লেগেই আছে।

বিক্রেতারা বলছেন, এবারের মেলায় ১০০ টাকায় ওড়না অথবা হিজাব বিক্রি করছেন তারা। এতে তারা সাড়াও পাচ্ছেন বেশ চোখে পড়ার মতো। সারা মেলা ঘুরে দেখা যায় একাধিক প্রতিষ্ঠানের স্টলে কাগজে লেখা স্টিকার ঝুলিয়ে এভাবে ওড়না-হিজাব, গাউন এবং ওয়ান পিস বিক্রি করছে।

বিক্রেতারা বলছেন, তাদের দোকানে ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে গাউন আর ২০০ টাকায় মিলছে ওয়ান পিস। এখানে অংশ নেয়া ব্যবসায়ীরা বলছেন ওড়না-হিজাব, গাউন এবং ওয়ান পিস প্রতিটি পণ্যই মেলায় প্রকৃত দামের চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে। এতে বিক্রি বেশি হচ্ছে। ফলে পিস প্রতি মুনাফা কম হলেও সার্বিকভাবে মুনাফা বেশিই হচ্ছে।

অন্য দিকে কম দামে ওড়না-হিজাব, ওয়ান পিস, গাউন কিনতে পেরে বেশ খুশি মেলার এক শ্রেণির ক্রেতারা। তারা বলছেন, মার্কেট থেকে নিম্ন মানের ওড়না কিনতে গেলেও ১৫০ টাকা লাগে। ৪০০-৫০০ টাকার নিচে ওয়ান পিস গাউন পাওয়া যায় না। সে হিসাবে এখানে কম দামেই বিক্রি করা হচ্ছে।

এদিকে ক্রেতা-দর্শনার্থীর অভিযোগ, মেলায় যে মানের ওড়না, ওয়ান পিস, গাউন বিক্রি হচ্ছে তা রাজধানীর নিউমার্কেট-গাউসিয়া মার্কেটের ফুটপাতে বিক্রি হয়। সেখানেও এসব পণ্যের দাম এমনি। বাসায় ব্যবহারের জন্য সাধারণত এসব কেনা হয়।

মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা যায় ১০০ টাকার ওড়না, ২০০ টাকার ওয়ান পিস এবং ৩০০ টাকার গাউন বিক্রি করছে যেসব প্রতিষ্ঠান, তার প্রতিটিতে নারী ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। এদের বেশিরভাগই বেশ আগ্রহ নিযে একাধিক ওড়না, ওয়ান পিস, গাউন কিনছেন।

মেলাপ্রাঙ্গণে কম দামে ওড়না বিক্রি করা এমন একটি প্রতিষ্ঠান জনতা ওড়না হাউস। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী মিলন বলেন, মেলায় তারা যে দামে ওড়না বিক্রি করছে, বাইরে দাম তার দাম অনেক বেশি। অধিক বিক্রির মাধ্যমে বেশি মুনাফার জন্য এখানে তারা লাভ কম করছেন।

তিনি বলেন, ওড়নার পাশাপাশি তারা কাশ্মীরের শাল খুচরা ও পাইকারি বিক্রি করছেন। শিশুদের শীতের পোশাকও বিক্রি করছেন। দাম কম হলে কি হবে তাদের পণ্যের মান বেশ ভালো বলে তিনি দাবি করেন।

এখানে নামবিহীন একটি স্টলে ১০০ ও ১৫০ টাকা পিস ওড়না বিক্রি করতে দেখা যায়। স্টলটির বিক্রয়কর্মী হাসান বলেন, তারা ১০০ ও ১৫০ টাকা দামের ওড়নার পাশাপাশি দামি ওড়নাও বিক্রি করছেন। তবে ১০০ ও ১৫০ টাকা দামের ওড়না বেশি বিক্রি হচ্ছে বলে তিনি দাবি করেন।

মেলা প্রাঙ্গণের দক্ষিণ দিকে একটি স্টলে ১০০ টাকায় ওড়না-হিজাব, ২০০ টাকায় ওয়ান পিস, ৩০০ টাকায় গাউন বিক্রি করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী সজীব বলেন, আমাদের এখানে কোনো পণ্যের কত দাম তা উল্লেখ করে দিয়েছি। যার যেটা পছন্দ তিনি সেটা বেছে কিনতে পারবেন। দাম কম হলেও আমাদের পণ্যের মান ভালো।

এখানে একটি স্টল থেকে ২০০ টাকায় ওয়ান পিস কেনেন মিলা। বলেন, মার্কেটে ৪০০ টাকার নিচে ওয়ান পিস পাওয়া যায় না। এখানে মাত্র ২০০ টাকায় পিস বিক্রি হচ্ছে। বাছাই করে দুটি কিনেছি। দেখতে ভালোই লাগছে। মান কেমন তা বুঝতে পারছি না। ওয়াশ করার পর বোঝা যাবে।

এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুদিন বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয় ইসি।

নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে ভোটের আগের দিন ৩১ জানুয়ারি ও ভোটের দিন ১ ফেব্রুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার কথা বলা হয়েছে।